কার্তিক ভান্ডারী, লাভপুর, বীরভূম: বীরভূমের লাভপুর থানার এলাকায় জাল লটারি বিক্রি হওয়ার খবর আসছিল বেশ কিছুদিন ধরে। জাল লটারি বিক্রি হওয়ার খবর পেয়েই লাভপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালাতে শুরু করে লাভপুর থানার পুলিশ।
বৃস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে লাভপুর থানার চৌহাট্টা রেল স্টেশন সংলগ্ন জায়গায় একজন জাল লটারি বিক্রি করছিলো ঠিক সেই সময় হাতেনাতে ধরা পরে জাল লটারি বিক্রেতা উত্তম মালাকার।প্রায় ১৩ হাজার টাকার জাল লটারি বাজেয়াপ্ত করা হয়েছে জাল লটারি বিক্রেতার কাছ থেকে।

আজ জাল লটারি বিক্রেতা উত্তম মালাকারকে বোলপুর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে জানা গেছে জাল লটারির বিরুদ্ধে লাভপুরের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান জারি থাকবে।