আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পয়লা বৈশাখের দিন রাজ্যে কোভিডে আক্রান্তের সংখ্য়া ৫৫১ জন।

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ফের রাজ্য়ে কোভিডের  হামলা। প্রতিদিন রাজ্য়ে কেউ না কেউ করোনায় আক্রান্ত হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দৈনন্দিন পরিসংখ্যান থেকে জানা গিয়েছে শনিবার, পয়লা বৈশাখের দিন রাজ্যে কোভিডে আক্রান্তের সংখ্য়া ৫৫১ জন।প্রতিটি রাজ্যেই কমবেশি সংক্রমণের বেড়ে যাওয়ার কারণে পরিস্থিতির মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বৈঠকে বসতে চলেছে স্থানীয় প্রশাসন।

 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে অবশ্য বলা হয়েছে, এখনই আতঙ্কের কোনও কারণ নেই। পাশাপাশি জানানো হয়েছে আগামী ১০ থেকে ১২ দিনে সংক্রমণের হার আরও বাড়তে পারে। চিকিৎসকদের কোভিড মোকাবিলায় ফের মাস্ক পরা এবং পরিষ্কারভাবে হাত ধোঁয়ার উপর জোর দিতে বলছেন।

 

দেশে অবশ্য করোনা সংক্রমণের হার কিছুটা হলেও কমেছে। ২৪ ঘণ্টায় দেশে কোভিডে সংক্রমিত হয়েছেন ১০,০৯৩ জন। শুক্রবার এই সংখ্যাটাই ছিল ১০,৭৪৭। তবে টানা ৪ দিন ধরে দেশে কোভিড সংক্রমণের সংখ্যা ১০ হাজারের উপর ছিল। শেষ ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে।

See also  আগামীকাল পূর্ব বর্ধমানে সাংবাদিক সহ পরিবহনকর্মী, হকারদের টিকাকরণ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি