আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কবিগুরুর জন্মদিনে রিলায়েন্স ফাউন্ডেশন এবং রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে কৃষি আলোচনা চক্র।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রিলায়েন্স ফাউন্ডেশন এবং রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র, বীরভূম এর যৌথ উদ্যোগে আজকে(08/03/2020) বীরভূম জেলার কৃষক ভাইদের কে নিয়ে একটা মাল্টি লোকেশন অডিও কনফারেন্স প্রোগ্রাম করা হলো। এই প্রোগ্রামে এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন রথীন্দ্র কৃষিবিজ্ঞান কেন্দ্রের সিনিয়র সাইন্টিস্ট এবং প্রোগ্রাম হেড ডক্টর সুব্রত মন্ডল মহাশয়, সাইন্টিস্ট ডক্টর শ্রী প্রবুদ্ধ রায় মহাশয় ।

মোট 40 জন কৃষক ভাই বীরভূম জেলার বিভিন্ন ব্লক থেকে এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন। প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল, COVID-19 লক ডাউন থাকা অবস্থায় কি করে কৃষক ভাইরা চাষবাস করবে, ফসল বাজারে বিক্রি করবে, কি করে শস্য বীমা করবে এবং বৃষ্টির কারণে যে সমস্ত ধান মাঠে আছে সে গুলোকে কি করে বাঁচানো যাবে।

প্রোগ্রামের শেষে রিলায়েন্স ফাউন্ডেশন এর তরফ থেকে শ্রী বিজয় কুমার সাহা ,কৃষক ভাইদের কে রিলায়েন্স ফাউন্ডেশন এর টোল ফ্রি নাম্বার18004198800 সম্পর্কে বলেন এবং তার উপকারিতা জানান।

See also  বাঁকুড়া আবারো পাত্রসায়রে তৃণমূল সমর্থনকারী কে মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে ।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি