আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মহাশিবরাত্রিতে আকন্দ ফুলের চাহিদা বেড়েছে, বাজারে দামও ঊর্ধ্বমুখী

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বুধবার মহাশিবরাত্রি। শিবভক্তরা এই পবিত্র তিথিতে মহাদেবের পূজায় নানা আচার-অনুষ্ঠানের মাধ্যমে অংশ নেন। শাস্ত্র অনুযায়ী, শিবের আরাধনায় আকন্দ ফুল নিবেদন অত্যন্ত শুভ বলে মনে করা হয়, যা জীবনের নানা সমস্যার সমাধানে সহায়ক। এই বিশ্বাসকে কেন্দ্র করে বাজারে আকন্দ ফুলের চাহিদা ও দাম উভয়ই বেড়ে গেছে।

সাধারণত গ্রামবাংলায় আকন্দ গাছকে বিষাক্ত মনে করা হলেও হিন্দু ধর্মে এটি বিশেষভাবে পবিত্র। শাস্ত্র মতে, ভগবান গণেশের অধিষ্ঠান আকন্দ গাছে, আর মহাদেবের অন্যতম প্রিয় ফুল এটি। তুলসী ও অশ্বত্থ গাছের মতোই আকন্দ গাছও পূজার উপযোগী বলে ধরা হয়।

শিবরাত্রিতে আকন্দ ফুল নিবেদন করলে সুখ, সমৃদ্ধি ও শান্তি লাভ হয় বলে বিশ্বাস করা হয়। পাশাপাশি, শনিদেবের কৃপা পাওয়ার জন্যও এই ফুল গুরুত্বপূর্ণ। এই বিশ্বাসের কারণেই মহাশিবরাত্রির আগে আকন্দ ফুলের বাজারে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে, যার ফলে দামও বৃদ্ধি পেয়েছে।

শিবভক্তদের কাছে আকন্দ ফুল শুধুমাত্র পূজার উপকরণ নয়, বরং এটি এক আধ্যাত্মিক বিশ্বাসের প্রতীক। তাই মহাশিবরাত্রির প্রাক্কালে বাজারে আকন্দ ফুলের কদর তুঙ্গে পৌঁছেছে।

See also  ঋণের দায়ে আত্মঘাতী এক যুবক।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি