উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সুন্দরবন : ভারতে বাংলাদেশীদের অনুপ্রবেশ নিয়ে যখন সারা দেশ তোলপাড় ঠিক তখনই এক বাংলাদেশীকে গ্রেপ্তার করলো বারুইপুর পুলিশ জেলার ক্যানিং থানার পুলিশ।ক্যানিং থানার ইট খোলা গ্রাম পঞ্চায়েতের মধুখালী ভান্ডারী পাড়ায় দীর্ঘদিন ধরে বসবাস করতো এক বাংলাদেশী।

গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে আকবর আলী মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করলো ক্যানিং থানার পুলিশ। দীর্ঘ প্রায় ১৫-১৬ বছর ধরে বসবাস করছিল ভারতে এই বাংলাদেশি তবে তার কাছ থেকে উদ্ধার করা হয় বাংলাদেশী ভোটার কার্ড যেখানে তার নাম মোহাম্মদ আকবর আলী গাজী নামে। কিন্তু ভারতে তিনি আকবর আলী মোল্লা নামে বসবাস করছিলেন বলে পুলিশ সূত্রে দাবী।
তিনি বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। পুলিশ সূত্রে আরও জানা যায় তার কাছ থেকে যে ভারতের যে ভোটার কার্ড পাওয়া গেছে সেটা কিভাবে তৈরি করা হলো। সেই কারণেই তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। এর পিছনে কারা জড়িত রয়েছে বাকি কি উদ্দেশ্যে তিনি দুটি আধার কার্ড ব্যবহার করছেন তার তদন্ত শুরু করেছে পুলিশ।বুধবার ধৃতকে আলিপুর আদালতে পেশ করে ক্যানিং থানার পুলিশ।
পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় পুলিশ। এই ঘটনার পর প্রশাসনের নজরে এসেছে সীমান্তবর্তী এলাকায় বিদেশিদের বেআইনি প্রবেশ এবং দীর্ঘ দিন ধরে বৈধ নাগরিক পরিচয় দিয়ে বসবাসের চক্র।আর কেউ এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।