আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কেবল পন্থ বা ওকস নন, ইংল্যান্ড সিরিজে চোট সত্ত্বেও খেলেছেন আরেক ভারতীয় ব্যাটসম্যান

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে ভাঙা পা সত্ত্বেও ব্যাট করতে নেমেছিলেন ঋষভ পন্থ। তেমনই ওভালে ভাঙা কাঁধ নিয়ে ভয় না পেয়ে ব্যাট হাতে নামেন ক্রিস ওকস। কিন্তু অনেকের অজানা, পঞ্চম টেস্টে ভারতের আরেক ব্যাটার আঙুলে চোট লেগে থাকলেও তিনি দ্বিতীয় ইনিংসে ব্যাট করেছিলেন।

সিরিজ শেষের চার দিন পর এই তথ্য প্রকাশ পেয়েছে। জানা গেছে, ওভালে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় আঙুলে চোট পেয়েছিলেন করুণ নায়ার। চোট সত্ত্বেও তিনি হাল ছাড়েননি এবং লড়াই চালিয়ে যান। ইংল্যান্ড থেকে সিরিজ ড্র করে ফিরে আসার জন্য পঞ্চম টেস্টে জেতা ছাড়া ভারতের কাছে বিকল্প ছিল না। এই পরিস্থিতিতে ২২ গজ ছেড়ে যেতে চাননি করুণ নায়ার।

চোট সত্ত্বেও ওভালে লড়াই চালালেও আগামী দলীপ ট্রফিতে তিনি খেলতে পারবেন না। মধ্যাঞ্চলের হয়ে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। দলীপ ট্রফির শুরু ২৮ আগস্ট এবং ফাইনাল হবে ১৫ সেপ্টেম্বর। তবে চিকিৎসকরা যতদিন পর্যন্ত ছাড়পত্র দিচ্ছেন না, ততদিন মাঠে নামতে পারবেন না তিনি।

সাত বছর পর টেস্টে ফেরেন করুণ নায়ার। চার টেস্টে সুযোগ পাওয়া এই ব্যাটার দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি। সর্বোচ্চ স্কোর ৫৭ রান। আট ইনিংসে মোট করেছেন ২০৫ রান। এ বছর ঘরোয়া ক্রিকেটে নিজের রাজ্য কর্নাটকের হয়ে খেলবেন তিনি।

See also  সিভিক ভলান্টিয়ারের আধার কার্ড ও সই জালকরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খেলে অপরাধীরা চালাচ্ছিল অবৈধ লেনদেন । সিআইডির জালে ধরা পড়লো অভিযুক্ত

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি