প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান, ৯ নভেম্বর: উত্তরবঙ্গের ভোটারদের একাধীক এনুমারেশন ফর্ম গড়াগড়ি খাচ্ছিল দক্ষিণবঙ্গের রাস্তায়। কাশীনাথ মণ্ডল নামে বিজেপির এক বিএলএ(BLA) কুড়িয়ে নিচ্ছিলেন সেই ফর্ম গুলি। রবিবার সকালে এই ঘটনা প্রথম নজরে আসে পূর্ব বর্ধমানের কালনার হাট কালনা পঞ্চায়েতের অন্তর্গত উত্তর গোয়ারার মণ্ডলপাড়ার বাসিন্দাদের।তাঁরা কাশীনাথ মণ্ডল কে জিজ্ঞাসা করে জানতে পারেন,’ওই এনুমারেশন ফর্ম গুলি আসলে হল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ভোটারদের এনুমারেশন ফর্ম’’।
এই খবর লোকমুখে ছড়িয়ে পড়তেই উত্তর গোয়ার বাসিন্দা মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তা জানতে পেরে কালনা থানার পুলিশ এসটিকেকে (STKK) রোডের ধারে ঘটনাস্থলে পৌছে গিয়ে ওই এনুমারেশন ফর্ম গুলি উদ্ধার করে। পাশাপাশি পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বিজেপির স্থানীয় বিএলএ কাশীনাথ মণ্ডলকেও থানায় নিয়ে যায় ।
কালনা মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) রাকেশ চৌধুরী জানিয়েছেন,,“মোট ২০টি এনুমারেশন ফর্ম উদ্ধার হয়েছে। সেগুলি বাজেযাপ্ত করা হয়েছে।বালুরঘাটের ভোটারদের এনুমারেশন ফর্ম কালনায় কি ভাবে এল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে এসডিপিও জানিয়েছেন“।আর কালনার মহকুমা শাসক( SDO)অহিংসা জৈন বলেন, “প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর প্রশাসনের লোকজন কলকাতা থেকে বালুরঘাট যাওয়ার পথে কিছু এনুমারেশন ফর্ম দুর্ঘটনাবশত রাস্তায় পড়ে গিয়েছিল। পুলিশ ওই ঘটনার তদন্ত করছে“।
প্রশাসনের কর্তারা এমনটা জানালেও এই ঘটনা নিয়ে কালনায় শাসক বিরোধী রাজনৈতিক তর্জা থেমে থাকেনি। কালনা নিবাসী তৃণমূলের জেলা নেতা সন্দীপ বসু বলেন,বিজেপির স্থানীয় একজন রাজনৈতিক কর্মীর কাছে উত্তরবঙ্গের বালুরঘাটের ভোটারদের এনুমারেশন ফর্ম কি ভাবে এল , সেটাই আশ্চর্য্যের।এই ঘটনা প্রমান করে দিচ্ছে,
“বিজেপি ও নির্বাচন কমিশন একে অপরের পরিপূর“। সন্দীপ বসু ঘটনার যথোপযুক্ত তদন্থ দাবি করেছেন।
যদিও তৃণমূল নেতৃত্বের আনা এই অভিযোগ মানতে চায় নি বিজেপি । কালনার চার নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি গৌর মণ্ডল দাবি করেছেন ,“সড়ক পথের পাশে পড়ে থাকা এনুমারেশন ফর্ম গুলি আমাদের দলের কর্মী কাশীনাথ মণ্ডল তুলে নিয়ে কালনার বিডিও অফিসে জমা দিতে যাচ্ছিল । তা জেনেও তৃণমূলের লোকজন রাজনৈতিক উদ্দেশ্যে কাশীনাথ মণ্ডলকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে।তৃণমূলের চাপে পড়ে পুলিশ আমাদের ওই কর্মীকে আটক করেছে।আমরা এই ঘটনারতীব্র প্রতিবাদ জানাচ্ছি।
ছবি ও ভিডিও ।








