শারদোৎসবের আগমনী হাওয়া বইছে চারদিকে। কিন্তু পূর্ব বর্ধমান জেলার,পূর্বস্থলী দু’নম্বর ব্লকের সটডাঙ্গা, ধীতপুর ও বিশ্বরম্ভা এলাকার কৃষক পরিবারগুলির ঘরে ঘরে এখন শোকের ছায়া। টানা বৃষ্টিতে জলে ভেসে গিয়েছে পটল, ওল, বরবটি, ফুলকপি, বাঁধাকপি—সব সবজির জমি। যে সবজিগুলি বিক্রি করে পুজোর আগে সংসারে আলো আসার কথা ছিল, সেই ফসল আজ নিম্নচাপের বৃষ্টিতে তলিয়ে গেছে।
ক্ষেতে হাঁটুসমান জল দাঁড়িয়ে থাকায় পচে যাচ্ছে পটলের গোড়া। বাঁধাকপি-ফুলকপির চারা গাছ মাটির নিচে চাপা পড়ে গেছে। কৃষকরা আশঙ্কা করছেন, এবারে ফসলের খরচটুকুও উঠবে না।

কিছুদিন আগেই বৃষ্টির ধাক্কা সামলে নতুন করে আশায় বুক বেঁধেছিলেন কৃষকরা। কিন্তু ফের নিম্নচাপের ভারী বৃষ্টি সব শেষ করে দিল। পুজোর আগে তাই আনন্দ নয়, অন্ধকার দুশ্চিন্তায় ঢেকে গেছে কৃষক পরিবারগুলির দিনরাত্রি।