হুগলি জেলার প্রাণিসম্পদ ও মৎস্য দফতরের নয়া উদ্যোগ। গ্রামের প্রায় ১২২ জন মাছ চাষীদের বিনামূল্যে মাছের চারা ও জল পরিষ্কার করার ওষুধ দেওয়া হল। রাজ্য সরকারের অধীনে ‘জল ধর ও জল ভর’ প্রকল্পে বহু পুকুর খনন করা হয়েছিল। এবার সেই সমস্ত পুকুর মাছ চাষীদের ব্যবহার করতে দেওয়া হল। পাশাপাশি, পাণ্ডয়ার প্রতিটি মৎস্য চাষীকে ৪০ কেজি মাছের চারা ও ওষুধ দেওয়া হয়।রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে মাছ চাষে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। এর আগে ১০০ দিনের কাজে বিভিন্ন জায়গায় পুকুর খননের কাজ চলেছে। সেই সমস্ত পুকুরগুলিকে জলভরাট করে তাতে মাছ ছাড়ার উদ্যোগ নিল জেলা প্রশাসন।
শুধুমাত্র মাছ চাষীদের মুখে হাসি ফোটানোই নয়, একইসঙ্গে কর্মসংস্থানের দিকে নজর দেওয়ার জন্যই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।শুক্রবার সকালে পাণ্ডুয়ার ব্লক ডেভেলপমেন্ট অফিসের সামনে থেকে লরি বোঝাই করে আনা হয় মাছের ট্যাঙ্ক। সুবিশাল সেই মাছের ট্যাঙ্ক থেকে মৎস্য চাষীদের ওজন করে চারা মাছ বিতরণ করা হয়। একইসঙ্গে জল পরিস্কার করার জন্য দেওয়া হয় সম ওজনের চুন।
বিনামূল্যে চুন ও চারা মাছ পেয়ে লক্ষ্মী লাভের আশায় বুক বাঁধছেন জেলার মৎস্য চাষীরা।হুগলি জেলার প্রাণী সম্পদ দফতরের মৎস্য কর্মাধ্যক্ষ অসিত চট্টোপাধ্যায় বলেন, ” মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে মৎস্য চাষের উদ্যোগ নিয়েছে হুগলি জেলা প্রশাসন, তাকেই সাফল্যমণ্ডিত করে তোলার জন্য এই প্রয়াস। ২ দিন ধরে মৎস্য চাষীদের মাছ বিতরণ করা হয়। প্রতি চাষীদের চল্লিশ কেজি করে মাছ ও ৪০ কেজি করে চুন দেওয়া হচ্ছে। ”