আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

২৯২৯ কোটি টাকার জালিয়াতি! অনিল আম্বানির বিরুদ্ধে ইডির নতুন মামলা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রিলায়েন্স কমিউনিকেশনসের প্রাক্তন কর্ণধার অনিল আম্বানি আরও একবার সমস্যায় পড়লেন। ২৯২৯ কোটি টাকার প্রতারণার অভিযোগে ইডি নতুন করে মামলা করেছে অনিল এবং আর কমের বিরুদ্ধে। ইতিমধ্যে সিবিআইও এই ঘটনায় তদন্ত শুরু করেছে।

আগেই স্টেট ব্যাঙ্ক জানিয়েছিল, বিভিন্ন ব্যাঙ্ক থেকে ৩১,৫৮০ কোটি টাকা ঋণ নিয়েছিলেন অনিল আম্বানি ও আর কম। সেই ঋণের বেশিরভাগ পরিশোধ করা হয়নি এবং এই অর্থ ‘জটিল’ পথে গোষ্ঠীর বিভিন্ন সংস্থার কাছে স্থানান্তরিত করা হয়েছিল। এরপর ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, তারা রিলায়েন্স কর্ণধারের কাছ থেকে ৭২৪.৭৮ কোটি টাকা আদায় করেছে।

স্টেট ব্যাঙ্ক অনিল আম্বানিকে ‘প্রতারক’ ঘোষণা করেছে। একইভাবে, আর কমের প্রাক্তন কর্ণধারকেও ‘প্রতারক’ তকমা দিয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ বরোদা। একাধিক ব্যাঙ্ক আর কম কর্তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছে। এসবিএই-এর অভিযোগের ভিত্তিতেই ইডি নতুন মামলা করেছে।

অনিল আম্বানির সংস্থা আগেই দেউলিয়া ঘোষণা করেছে। তাঁর বিরুদ্ধে মোট ১৭ হাজার কোটি টাকার তছরুপের অভিযোগ রয়েছে। ঋণে ডুবে থাকা কর্ণধার সম্পত্তি বিক্রি করে দেনা পরিশোধের চেষ্টা করেছেন, কিন্তু সমস্যা কমেনি। এবার ইডির নতুন মামলায় চাপ আরও বেড়েছে।

এর আগে ২০২৩ সালে ইডি অনিলকে তলব করেছিল এবং দীর্ঘ জেরার মুখে পড়তে হয়েছিল। ২০২০ সালেও ইয়েস ব্যাংকের ঋণ মামলায় তাঁর নাম জড়িয়েছিল, তখনও ইডি তাঁকে তলব করেছিল।

See also  দ্য কাশ্মীর ফাইলস ; বোম্বে হাইকোর্ট বিবেক অগ্নিহোত্রীর চলচ্চিত্রের বিরুদ্ধে আবেদন খারিজ করেছে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি