দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি হচ্ছেন এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ। ১৪তম উপরাষ্ট্রপতি নির্বাচনে তিনি প্রত্যাশা ছাপিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন। রাধাকৃষ্ণণ পেয়েছেন ৪৫২টি ভোট, আর বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি মাত্র ৩০০ ভোট পেয়েছেন। অন্তত ১৫টি ভোট বাতিল হয়েছে।
উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএর জয় আগে থেকেই নিশ্চিত ছিল। আনুষ্ঠানিকভাবে শাসকজোট এনডিএর পক্ষে ছিল ৪২৫টি ভোট। জোটসঙ্গী এবং অতিরিক্ত ওয়াইএসআর কংগ্রেসের সমর্থনও এনডিএ পেয়েছে। কিছু নির্দল সাংসদও ভোট দিয়ে এনডিএকে সহায়তা করেছেন। মূল চ্যালেঞ্জ ছিল আগেরবারের ব্যবধানের কাছাকাছি থাকা। ২০২২ সালে এনডিএ প্রার্থী ধনখড় বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে ৩৪৬ ভোটে পরাজিত করেছিলেন। এবার ব্যবধান কমে দাঁড়িয়েছে ১৫২ ভোটে।

ভোটের দিন ক্রস ভোট হওয়ার সম্ভাবনা নিয়েও নজর ছিল গোটা দেশের। ভোট শেষে বিরোধী শিবিরের তরফে দাবি করা হয়, কোনও ক্রস ভোট হয়নি। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, সংসদের ইতিহাসে এটি নজিরবিহীন ঘটনা। বিরোধী শিবিরের ৩১৫ জন সাংসদ ভোট দিয়েছেন, কিন্তু কার্যক্ষেত্রে ইন্ডিয়া জোটের ভোট কিছুটা কম পড়েছে। আপ সাংসদ স্বাতী মালিওয়ালও এনডিএ প্রার্থীকেই ভোট দিয়েছেন বলে মনে করা হচ্ছে।
৭৮১ ভোটের ইলেকটোরাল কলেজে ১৪ জন সাংসদ অনুপস্থিত ছিলেন। মোট ৭৬৭ জন ভোট দিয়েছেন। এর মধ্যে ১৫টি ভোট বাতিল হয়েছে। রাধাকৃষ্ণণ পেয়েছেন ৪৫২ ভোট এবং সুদর্শন রেড্ডি পেয়েছেন ৩০০ ভোট। এই ১৫টি বাতিল ভোট কাদের, তা এখনও জানা যায়নি।