আরামবাগ লোকসভা কে যে বিজেপি সর্বপ্রথম টার্গেট করেছে এ কথা বলার অপেক্ষা রাখেনা। শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে আলোচনা চলছে আরামবাগ লোকসভাতে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্য যে কেউ দাঁড়ালেও তৃণমূল কংগ্রেস হারবে। রাজনৈতিক মহলেও সেই জল্পনা তুঙ্গে।
এ মত অবস্থায় আরামবাগ লোকসভা আসনকে একেবারে প্রথম টার্গেট করে কেন্দ্রের বিজেপি সরকার শুরু করে দিতে চলেছে প্রচার। ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি তার আগেই আরামবাগে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ জানানএক মার্চ মোদিজি আরামবাগে জনসভা করতে আসছেন। ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম তিনি লোকসভা ভোটের প্রচার এখান থেকে শুরু করবেন।
স্বাভাবিকভাবেই বিজেপি কর্মীরা যে কতটা আপ্লুত বিমানের কথা থেকেই তা পরিষ্কার। জানা গেছে আরামবাগের কালিপুর মাঠ গরবাড়ি মাঠ কিংবা ফাঁকা কোন মাঠ দেখার কাজ ইতিমধ্যেই শুরু করে দেবেন বিজেপির সাংসদ বিধায়করা।