কার্তিক ভান্ডারী। বীরভূম
দিন দিন বেড়েই চলেছে পানীয় জলবাহিত রোগের সংখ্যা। প্রাইমারি ও হাই স্কুলের ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিলেন নানুর বিধানসভার বিধায়ক বিধান চন্দ্র মাঝি। বিধায়ক তহবিল থেকে প্রায় ৭০ হাজার টাকা করে বরাদ্দ করে এখনো পর্যন্ত নানুর বিধানসভার ৩৩টি প্রাইমারি স্কুল ও ১৮টি হাই স্কুলে ঠান্ডা, গরম ও নরমাল তিন ধরনের বিশুদ্ধ পানীয় জলের অটোমেটিক পিউরিফায়ার মেশিন বসানো হয়েছে।


এদিন নানুর ব্লকের খুজুটিপাড়া রাধাগোবিন্দ জিউ উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য নতুন জলপিউরিফায়ার মেশিন বসানো হয়। ফিতে কেটে পানিয় জলের মেশিনটি উদ্বোধন করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ, বিধায়ক বিধান চন্দ্র মাঝি ও বোলপুরের সাংসদ অসিত মাল।

একই সাথে ছাত্র ছাত্রীদের সাথে মিড ডে মিলের খাবার খান জেলা সভাধিপতি ও বিধায়ক।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল ও নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা।