আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আমার ঠাকুর

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মানস কুমার মাইতি ( বর্ধমান)
০৮/০৫/২০২০
————————-
খন আমি নির্বোধ এক শিশু
প্রথম আলাপ গ্রীষ্মের এক ভোরে
প্রভাত ফেরির বনেদি আয়োজনে
হাজির ছিলাম চৌরাস্তার মোড়ে।

অবোধ সুবোধ নানা বয়সের ভিড়
সবার সমুখে তোমার গলায় মালা
শৃঙ্খলে বাঁধা স্লোগান বিহীন মিছিলে
কাব্য গীতিতে সামনে এগিয়ে চলা।

পথের দু’ধারে দাঁড়িয়ে মানুষ কত
মুগ্ধ হৃদয়ে দেখেছিল শোভাযাত্রা
মনের ফ্রেমেে বাঁধানো সে ছবিখানি
অনুভব রঙে পেয়েছে ভিন্নমাত্রা।

তারপর হতে প্রতি বৈশাখী প্রাতে
হেঁটেছি আমি। কন্ঠে তোমার মন্ত্র
দুঃখ বেদনা সব শোক তাপ ভুলে
তোমাকে ঘিরেই বাঁচার ষড়যন্ত্র।

ভরসা রাখিনি মূর্তির দেবালয়ে
স্বজন বিয়োগে হইনি তো শোকাতুর
গীতবিতানই আমার সুধা-পাত্র
হৃদয় দেউলে তুমিই প্রাণের ঠাকুর।

See also  ভাতারে বড়বেলুন ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে স্মারকলিপি ভারতীয় জনতা পার্টির।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি