১৮ ডিসেম্বর, জাতীয় সংখ্য়ালঘু অধিকার দিবস পালিত হচ্ছে পূর্ব বর্ধমান জেলার সংস্কৃত লোকমঞ্চ। মঙ্গলবার বর্ধমান সংস্কৃতি মঞ্চের এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান মমতাজ সংঘমিতা।
উপস্থিত ছিলেন জেলা সংখ্যালঘু আধিকারিক কল্যাণ কুমার দাস। প্রসঙ্গত উল্লেখ্য ১৯৯৬ সালের এই দিনে সংখ্যালঘু কমিশন গঠন হয়। সেই থেকেই প্রত্যেক বছর 18 ডিসেম্বর সংখ্যালঘু অধিকার দিবস হিসেবে পালিত হয় আসছে।
তাৎপর্যপূর্ণ বিষয় হল কলকাতায় প্রত্যেকবার এই দিনটি পালিত হলেও এবার পৌর ভোট থাকার জন্য এবার বর্ধমানে দিনটি পালন এর অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে সংখ্যালঘু কমিশন। মমতাজ সংঘামিত্রা বলে এই দিনটি পালনের মধ্য দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের বিভিন্ন মতামত প্রকাশের সুযোগ করে দেওয়া হয়।