আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

একই জমিতে একইসাথে একাধিক ফসল চাষ হচ্ছে সুন্দরবনে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন: এবার সুন্দরবনে একই জমিতে এক সাথে বিভিন্ন স্তরের একাধিক ফসল চাষ করে লাভের মুখ দেখছেকৃষকরা।সুন্দরবনের পশ্চিম জটায় মাল্টিলেয়ার ফার্মিং করে লাভ পাচ্ছেন কৃষকরা।একই জমিতে এক সঙ্গে বিভিন্ন স্তরে একাধিক ফসল চাষ করে বেশি আয় পাওয়ার লক্ষ্যে এই কাজ করা হয়।মূলত চারটি স্তরে চাষ হয় এখানে।

নীচের স্তরে আদা, হলুদ, বীট, আলু জাতীয় ফসল চাষ হয়। ২ য় স্তরে পালং শাক, ধনেপাতা জাতীয় সবজি।৩ য় স্তরে টমেটো, বেগুন জাতীয় গাছ ও‌ চতুর্থ স্তরে ঝিঙে, লাউ, শসা জাতীয় গাছকে লাগানো হচ্ছে।এর ফলে একই জমিতে লাভ হচ্ছে অনেক।এব্যাপারে এক চাষী আমিনুলপুরকাইত বলেন, এই চাষ গ্রামের প্রায় ৯০ শতাংশ মানুষজন করছেন।

ফলে একটি জমিতেই সব রকম ফসল ফলছে।এছাড়াও এই গ্রামের চাষের জন্য কোনো ও রাসায়নিক সার ব্যবহার করা হয়না। ফলে লাভ হয় বিস্তর। সমস্ত রকমের জৈব সার ও ঔষধ ব্যবহার করা হয়। ফলে সেই দিক থেকে দেখতে গেলে এটি একটি জৈব গ্রাম ও বলা যায়।এই চাষে লাভের দিক লক্ষ্য করে গ্রামের বহু কৃষক এই চাষ করছেন।

মাল্টিলেয়ার ফার্মিং এখানে খুবই জনপ্রিয়। একটি ফসলে ক্ষতি হলেও অন্য ফসল থেকে লাভ পাওয়া যায়।এই চাষে জলের ব্যবহার ও কম হয়। বছর জুড়ে চাষের পাশাপাশি জমির সর্বোত্তম ব্যবহারের জন্য এই মাল্টিলেয়ার ফার্মিং এখন জনপ্রিয় হয়ে উঠছে। আগামী দিন গুলিতে এই চাষ সুন্দরবনের সব জায়গায় হবে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা।

See also  স্কুলছুট পড়ুয়াদের স্কুলমুখী করতে দুয়ারে শিক্ষক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি