আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মুকুলের সুরে সুর অনুপমের- বললেন অনেক বিজেপি নেতা দিনে বিজেপি আর রাতে তৃণমূল নেতার বাড়িতে গিয়ে মাছ মাংস খায়

By krishna Saha

Updated :

WhatsApp Channel Join Now

 

প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ৬ নভেম্বর

ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল ! বিধানসভা ভোটের পর বিজেপি থেকে ফের তৃণমূলের গা ভাসিয়েই এই মন্তব্য করেছিলেন বঙ্গ রাজনীতিতে চাণক্য হিসাবে পরিচিতি পাওয়া মুকুল রায় । আর এবার মুকুল রায়ের সেই ব্যাখ্যার সপক্ষেই যেন শিলমোহর দিয়ে বসলেন বিজেপি সাংসদ তাথা কেন্দ্রীয় বিজেপি সম্পাদক অনুপম হাজরা। যা নিয়ে লোকসভ ভোটের প্রাক্কালো বঙ্গ রাজনীতিতে ব্যাপক তোলপাড় শুরু হয়ে গিয়েছে।

 

 

বিজেপির পক্ষ থেকে সোমবার পূর্ব বর্ধমানের
কালনার বাঘনাপাড়ায় এক বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় । সেই অনুষ্ঠানে
যোগদেন বিজেপি সাংসদ অনুপম হাজরা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে নিজের দলের নেতাদের কাজকারবার নিয়ে নিন্দায় সরব হন।
ক্ষুব্ধ সাংসদ অনুপম হাজরা দলের কর্মীদের শুনিয়ে বলেন,“এখন বঙ্গ বিজেপির যা অবস্থা,পদ মানেই হচ্ছে আপনি তাদের গোলাম হয়ে গেলেন।পান থেকে চুন খসলেই আপনি শোকজ,নাহলে সাসপেন্ড,নাহলে পদ চলে যাবে।”এরপরেই তিনি প্রশ্ন তোলেন,‘আরে সবাই কি চাকর হতে ভালোবাসে নাকি?’

 

 

 

এ টুকু বিষোদগার করেই থেমে থাকেন নি অনুপম। আরো একধাপ সুর চড়িয়ে ঘরের শত্রু বিভীষণদের ঝাটা মেরে বের করে দেওয়ার নিদান দেন বিজেপি নেতা অনুপম হাজরা। পাশাপাশি তিনি এও বলেন, আমাদের মধ্যে কোনো চোর যাতে না থাকে সেটাই লোকসভা ভোটের মুখে আমাদের কাছে চ্যালেঞ্জের।ঘরশত্রু বিভীষণদের ঝাঁটা মেরে বের করতে হবে।নাহলে আমাদের সর্বভারতীয় সভাপতি পশ্চিমবঙ্গে যে ৩৫ টি আসন দখলের কথা বলেছেন তা শুধুমাত্র স্বপ্ন হয়েই থেকে যাবে।”

 

 

বঙ্গ বিজেপির কোন নেতা বা পদাধিকারির নাম মুখে না এনে সম্মেলনের মঞ্চ থেকেই বিস্ফোরক অভিযোগ করেন অনুপম হাজরা । তিনি বলেন,
“কিছু কিছু জায়গায় কিছু কিছু পদাধিকারী আছেন যাঁরা ষকাল ৬ টার পরে বিজেপি করেন । আর রাতের বেলায় তৃণমূল নেতার বাড়িতে গিয়ে মাছ মাংস খান।” দলের কর্মীদের অনুপম উপদেশ
দেন,“আপনারা চোখ কান খোলা রাখলে দেখবেন এমধ বেশ কিছু নেতা আছে।আমাদের বোলপুরেও আছে।তারা দিনে বিজেপি আর রাতে তৃণমূল নেতার বাড়িতে মাংস ভাত খাচ্ছেন।আরও কিছু খাচ্ছেন।এসব দোঁ-আঁশলাগিরি বন্ধ হওয়া
দরকার।”একই সঙ্গে বঙ্গ বিজেপি নেতৃত্বের উদ্দেশ্যে করে এদিন অনুপমকে পরামর্শ দিতেও শোনা যায় । তিনি বলেন,পার্টির যেসব কর্মীর ক্ষোভ বিক্ষোভ রয়েছে তাদের নিয়ে বসা ও কথা বলা উচিত।

See also  এক ঝলকে দেখে নেওয়া যাক বিগত বিধানসভার এক্সিট পোল

 

 

বিজেপি নেতা অনুপম হাজরার এই বক্তব্য নিয়ে কটাক্ষ করতে ছাড়ে নি শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব । তৃণমূল কংগ্রেসের এস টি সেলের রাজ্য সভাপতি দেবু টুডু বলেন,’বিজেপি দলে শৃঙ্খলা বলে কিছু নেই । ওদের আভ্যন্তরীণ লড়াই এখন চরমে উঠেছে । পাড়ায় পাড়ায় ,
অঞ্চলে অঞ্চলে এক বিজেপি নেতার গোষ্ঠীর সঙ্গে অন্য বিজেপি নেতার গোষ্ঠীর মারমিট এখন্য নিত্য দিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমন একটা দল কি করে লোকসভা ভোটো বাংলায় ৩৫ আশনে জয়ের স্বপ্ন দেখে সেটাই ইশ্চর্য্যের । লোকসভা ভোটে গোটা দেশের মানুষের রায়ে বিজেপি দলটার ঠাই আস্তাকুঁড়ে হবে বলে দেবু টুডে মন্তব্য করেন“।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি