উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন আছে।কিন্তু মোবাইল কেন্দ্রীক বর্তমান সমাজে খেলাধূলা হারিয়ে যাচ্ছে। আর তাই খেলার প্রতি আগ্রহ বাড়াতে এগিয়ে এলো জয়নগর মজিলপুর পৌরসভার চাঁপাতলার গ্রামবাসীরা।আর তাদের উদ্যোগে বৃহস্পতিবার থেকে চারদিনের জয়নগর মজিলপুর ক্রিকেট উৎসবের সূচনা হয় জয়নগর মজিলপুর ইন্দিরা উদ্যোনে।

রবিবার এই খেলার ফাইনালে উপস্থিত ছিলেন জয়নগরের সাংসদ প্রতিমা মন্ডল,জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক, জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার, জয়নগর মজিলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান রথীন মন্ডল, প্রাক্তন চেয়ারম্যান সুজিত সরখেল,প্রাক্তন চেয়ারপার্সন ফরিদা বেগম সেখ,ডাক্তার নাসিম আহমেদ,বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের প্রধান মতিবুর রহমান লস্কর,কাউন্সিলার রাখী ভট্টাচার্য, বিজলি মন্ডল, নব গোপাল গাঙ্গুলি,প্রবীর রায় সহ আরো অনেকে।দক্ষিন ২৪ পরগণার ১৪ টি ও কলকাতার ২ টি মোট ১৬ টি দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে।রবিবার এই খেলার ফাইনালে এজি এম কে ই এস বনাম জে এম কে স্পোটর্স মুখোমুখি হয়।

টসে জিতে এ জি এম কে ই এস প্রথম ব্যাট করে ৬ ওভারে ৯১ রান করে ২ উইকেটে।আর ৯২ রানের টার্গেটে নেমে জে এম কে স্পোটর্স ৬ ওভারে ৮৩ রান করে ৭ উইকেট।এদিনের খেলায় বিজয়ী হন এ জি এম কে ই এস। বিজয়ী দলের হাতে ও রানার্স দলের হাতে ট্রফি তুলে দেন সাংসদ প্রতিমা মন্ডল সহ অন্যান্যরা।এদিন সাংসদ প্রতিমা মন্ডল বলেন,শীতের আমেজে ক্রিকেট এক জনপ্রিয় খেলা।ফুটবল খেলার পাশাপাশি এই ধরনের খেলার দরকার আছে।

খেলার মাধ্যমে শরীরচর্চা হয়।মনের শক্তি বৃদ্ধি হয়।আর এই খেলা দেখতে এসে আমার অতীতের ইডেন গার্ডেন্সের ক্রিকেট খেলা দেখার স্মৃতি মনে পড়ে গেল।আগামী বছরে আবার এই ধরনের সুন্দর খেলা দেখার সাক্ষী থাকার ইচ্ছে থাকলো।এ ব্যাপারে এই খেলার যুগ্ম আহবায়ক রথীন মন্ডল ও আজহার খান বলেন,খেলার মধ্যে দিয়ে শরীর চর্চা হয়।বর্তমানে মাঠে এসে খেলতে আগ্রহী নয় এখানকার ছেলে মেয়েরা। তাই আমরা এই খেলার প্রতি আগ্রহ বাড়াতে এই ক্রিকেট উৎসবের আয়োজন করেছিলাম।এদিন ম্যান অফ দ্য সিরিজে ব্যাটারি স্কুটি এবং ম্যান অফ দ্য ম্যাচে বাই সাইকেল তুলে দেওয়া হয় খেলোয়াড়দের হাতে।








