সন্দীপন সরকার – পাল্লারোড় :- একসময় কালী পুজোর মরশুমে বাড়ির আলোতে একধরনের প্রচুর পতঙ্গ দেখা যেত , যা বছরের অন্য সময় নজরে আসত না, শ্যামা পুজোর আগে তা দেখা যেত বলে তার নামকরণ হয় শ্যামা পোকা, কালের গভীরে দূষণের প্রকোপে চড়ুই, শালিক, ফিঙের মতোই হারিয়ে যেতে বসেছে একাধিক পতঙ্গ। সমীক্ষায় বলছে পাখি, কীট, পতঙ্গের সংখ্যা কমছে প্রতিদিন বিপুল হারে। বায়ুদূষণ পরিবেশের বাস্তুতন্ত্রের তারতম্যের জন্য আজ বিলুপ্তির পথে শ্যামা পোকা র মতন জোনাকিও !
বর্ষাকালে দেখা যেত যে পতঙ্গের তার নাম ছিল বাদল পোকা , এই রকম বহু কীট পতঙ্গ কে নবপ্রজন্ম আর চাক্ষুষই করতে পারছে না ভালো করে ! হয়ত এখনও বেশ কিছু জায়গায় বিশেষত প্রত্যন্ত গ্রামের দিকে এদের দেখা মিললেও শহরাঞ্চলে বিলুপ্তপ্রায় এই মরশুমি পতঙ্গরা !
কালিপুজো আর শ্যামা পোকা একসময় ছিল সমার্থক , ঝম ঝম বৃষ্টি আর বাড়ির আলোতে বাদল পোকার লাফালাফি মিলে যেত একসময় কিন্তু বর্তমানে অতিত, ঘাস জমি কমে যাওয়ায় আর অতিরিক্ত কীটনাশকের প্রয়োগে আজ এরা লুপ্ত প্রায়, এদের বাঁচিয়ে রাখা উচিৎ বাস্তুতন্ত্রের কথা ভেবে , এব্যাপারে সাধারণ মানুষ সচেতন হোক অত্যাধিক ভাবে , এদের বাঁচাতে প্রশাসনিক স্তরেও ভাবনা চিন্তা শুরু হোক !