মোহনবাগান সচিব সৃঞ্জয় বোসের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। প্রতারকরা তাঁর নামে পরিচিতজনদের কাছে টাকা চাইছে এবং ইতিমধ্যেই অনেকের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। বিষয়টি ফেসবুকে নিজেই প্রকাশ্যে এনে সতর্ক করেছেন সৃঞ্জয়। ঘটনাটির তদন্তে নেমেছে পুলিশ।
শুক্রবার সকালে তাঁর হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়ার পর থেকে একাধিক পরিচিতর কাছে ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত দাবি করে মেসেজ পাঠানো হয়। কয়েকজন প্রতারকের ফাঁদে পা দিয়ে টাকা পাঠিয়েছেন বলেও জানা গিয়েছে।

সবার সতর্কতার জন্য সৃঞ্জয় ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘আমার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে। আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে পাঠানো সমস্ত মেসেজ অনুগ্রহ করে উপেক্ষা করুন।’ যেন আর কেউ প্রতারিত না হন, সেই কারণেই তিনি এ সতর্কবার্তা দিয়েছেন।
ইতিমধ্যেই বালিগঞ্জ থানায় এফআইআর দায়ের হয়েছে এবং কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি।