আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সুরুচির সঙ্গে পিছিয়ে থেকেও ড্র করল মোহনবাগান, কলকাতা লিগে চাপে সবুজ-মেরুন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ডুরান্ড কোয়ার্টার ফাইনালের অভিযান শেষ করার পর বৃহস্পতিবার কলকাতা লিগে খেলতে নামে মোহনবাগান। প্রতিপক্ষ ছিল সুরুচি সংঘ। চলতি ঘরোয়া লিগে অসাধারণ ফর্মে থাকা সুরুচি-র সঙ্গে নৈহাটি স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করেছে ডেগি কার্ডোজোর ছেলেরা।

এদিন করণ রাই, পাসাং দোরজি তামাং, লিওয়ান কাস্তানা ও রোশন সিংরা প্রত্যাশামতো পারফরম্যান্স দেখাতে পারেননি। নিজেদের মধ্যে বোঝাপড়ার অভাব এবং মাঝমাঠ ও স্ট্রাইকারদের সমন্বয়ের অভাব বারবার নজরে এসেছে। সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় সুরুচি সংঘ। প্রথমার্ধের শেষের আগে (৪৫’+৩’) জোসেফ হাকিপ সুরুচির হয়ে গোল করেন এবং ১-০ গোলে প্রথমার্ধ শেষ হয়।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসতে গেলে ডেগি কার্ডোজোর ছেলেদের খোলস ছেড়ে খেলতে হত। তবে রঞ্জন ভট্টাচার্যের দল এক ইঞ্চিও জমি ছাড়েনি। রক্ষণ মজবুত রেখে সবুজ-মেরুনের আক্রমণ কার্যত নিষ্ক্রিয় হয়ে যায় সুরুচি-র ডিফেন্ডারদের কারণে। এসিএল ২-এর দিকে তাকিয়ে দীপেন্দু বিশ্বাস, অভিষেক সূর্যবংশী ও সুহেল ভাটদের এই ম্যাচে খেলানো হয়নি। চোটের কারণে ছিলেন না সালাউদ্দিনও। তাঁদের অনুপস্থিতি মোহনবাগানের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।

নির্ধারিত সময় শেষ হওয়ার আগে, ৮৭ মিনিটে তুষার বিশ্বকর্মার গোলে সমতায় ফেরে মোহনবাগান। গোলের পরে খেলোয়াড়রা উজ্জীবিত হলেও ব্যবধান বাড়াতে পারেনি। ম্যাচটি অমীমাংসিত অবস্থায় শেষ হয়। ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে মোহনবাগান পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে অবস্থান করছে। অন্যদিকে ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সুরুচি সংঘ তৃতীয় স্থানে উঠে এসেছে।

See also  বাঁকুড়া শহরের দোতালায় গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা এক মহিলার এলাকায় চাঞ্চল্য

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি