কৃষ্ণ সাহা :- পূর্ব বর্ধমানের গলসি 2 নম্বর ব্লকের মজিদপুর অঞ্চলে তেঁতুলমুড়ি গ্রামে স্বপ্না খাতুন নামে ন বছরের কন্যা গত 19/9/2020 তারিখে সাপের কামড়ের পরলোকগমন করেন। রাজ্যের,মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে এক লক্ষ টাকা অনুদানের চেক আজ মৃতার পরিবারের হাতে তুলে দেয়া হলো।
আজকের এই চেক প্রদান কালে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ, পঞ্চায়েত সমিতির সভাপতি বাসুদেব চৌধুরী, কৃষি কর্মাধ্যক্ষ সুজন মন্ডল, অঞ্চলের পলিটিক্যাল লিডার গুল মোহাম্মদ মোল্লা, মজিদপুর অঞ্চলের প্রধান শান্ত রুইদাস থেকে শুরু করে ব্লক অফিসের আধিকারিকরা। বিধায়ক নবীনচন্দ্র বাগ এদিন বলেন, পুরো ব্লক জুড়ে 2021 সালে সাপের কামড়ে এবং বজ্রপাতের ফলে মৃত্যু হয়েছে প্রায় ৭ থেকে ৮ জনের।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিপর্যয় মোকাবিলা দপ্তর রয়েছে সেই বিপর্যয় মোকাবিলা দপ্তর এর পক্ষ থেকে আজ এই অনুদান দেওয়ার জন্য পাঠানো হয়েছে।মজিদপুর অঞ্চলে তেঁতুলমুড়ি গ্রামে স্বপ্না খাতুন নামে ন বছরের কন্যা গত 19/9/2020 তারিখে সাপের কামড়ে মারা যায়। তারই পরিবারের পাশে থাকার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্যোগে আজকের এই এক লক্ষ টাকার অনুদান।