আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

প্রত্যাবর্তনে ঝলক, কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জিতলেন মীরাবাঈ চানু

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

দীর্ঘ বিরতির পর দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন মীরাবাঈ চানু। সোমবার অনুষ্ঠিত কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে মহিলাদের ৪৮ কেজি বিভাগে সেরা হয়ে জিতলেন সোনার পদক। ক্লিন অ্যান্ড জার্কে মোট ১৯৩ কেজি (৮৪+১০৯ কেজি) তুলেই শীর্ষে জায়গা করে নেন তিনি।

৩১ বছরের চানু গত বছর প্যারিস অলিম্পিকে অংশ নেওয়ার পর থেকেই চোট সমস্যায় ভুগছিলেন। এবার সেই আঘাত কাটিয়ে নতুনভাবে মঞ্চে ফিরলেন তিনি। যদিও ছ’টির মধ্যে মাত্র তিনটি লিফটে সফল হন চানু। প্রথম স্ন্যাচে ৮৪ কেজি তুলতে ব্যর্থ হন এবং ডান হাঁটুতে ব্যথার ইঙ্গিতও দেখা দেয়। তবে ধীরে ধীরে ছন্দ ফিরে পান এবং শেষ পর্যন্ত স্বর্ণ জিতে প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখলেন।

আগামী ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে তিনি ৪৯ কেজির বদলে ৪৮ কেজি বিভাগে নামার সিদ্ধান্ত নিয়েছেন। এই বিভাগে এর আগেও বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও দুইবার কমনওয়েলথ গেমসের পদক জিতেছেন চানু। তবে ২০১৮ সালের পর এই প্রথমবার ফের নামলেন এই ওজন বিভাগে টোকিও অলিম্পিকের রুপো জেতা ভারতীয় ভারোত্তোলক।

এদিন মালয়েশিয়ার আইরিন হেনরি ১৬১ কেজি (৭৩+৮৮ কেজি) তুলেই রুপো জেতেন। আর ওয়েলসের নিকোল রবার্টস ব্রোঞ্জ পদক পান।

See also  ক্রিকেট বিশ্বে ১ মাত্র ক্রিকেটার হিসেবে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন পোলার্ড

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি