বাবু সিদ্ধান্ত, বর্ধমান
রেশনে কারচুপির কথা স্বীকার করেনিলেন মন্ত্রী স্বপন দেবনাথ
Published :
Published :
বাবু সিদ্ধান্ত, বর্ধমান
মন্ত্রী স্বপন দেবনাথ এতদিন জেলাশাসকের কাছে যেসব বিষয়ে অভিযোগ জানালেন সেই অভিযোগই এতদিন করে আসছিলে উপভোক্তারা । তারা যে সঠিক অভিযোগই করছিলেন তা কার্যত এদিন মন্ত্রীর কথাতেই প্রমাণিত হয়েযায় ।প্রসঙ্গত গত দু’সপ্তাহে জেলার গলসি,আউশগ্রাম, খণ্ডঘোষ ও মেমারিতে রেশন নিয়ে বিক্ষোভের ঘটনা ঘটে । উপভোক্তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে খণ্ডঘোষের আমরাল গ্রামের রেশন ডিলারকে পুলিশ গ্রেপ্তারও করে।পাশাপাশি রেশন কার্ড নিয়েও অভিযোগের অন্ত নাই।মঙ্গলবার জেলা খাদ্য দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় একদল উপভোক্তা। বৃহস্পতিবার রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও পূর্ব বর্ধমান এসে বেনিয়ম বন্ধের বিষয়ে কড়া নির্দেশ দেবেন বলে উপভোক্তারা মনে করছেন ।আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি