আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সাধারণ কৃষকের কাতারে মন্ত্রী প্রদীপ মজুমদার, ধান বিক্রিতে গড়লেন দৃষ্টান্ত

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষি ও কৃষকবান্ধব নীতিকে বাস্তবে রূপ দিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। নিজের গ্রাম কামারহাটির ভূমিপুত্র হিসেবে তিনি পূর্ব বর্ধমান জেলার, রায়না–২ ব্লকের গোতান সমবায় সমিতিতে এসে নিজের চাষের জমির ধান বিক্রি করেন।

সম্পূর্ণ সরকারি নিয়ম মেনে, সাধারণ কৃষকদের মতোই সারিতে দাঁড়িয়ে ধান বিক্রি করে মন্ত্রী দেখিয়ে দিলেন—সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। তাঁর এই পদক্ষেপ গ্রামীণ অর্থনীতি ও কৃষকদের প্রতি সরকারের দায়বদ্ধতার স্পষ্ট বার্তা বহন করে।

মন্ত্রী প্রদীপ মজুমদারের এই ব্যতিক্রমী উদ্যোগে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সমবায় সমিতির মাধ্যমে সরাসরি সরকারি ধান সংগ্রহ প্রক্রিয়ায় অংশ নিয়ে তিনি যেমন কৃষকদের উৎসাহিত করলেন, তেমনই সরকারের স্বচ্ছ ও ন্যায্য ধান সংগ্রহ নীতিকেও জনসমক্ষে তুলে ধরলেন।

See also  ভারতের স্বাধীনতা সগ্রামের ইতিহাস।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি