আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কোপা জিতে প্রথম বিজ্ঞাপন মেসির ,মুর্শিদাবাদি বিড়ির উচ্ছ্বসিত ভক্তরা।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সর্বকালের সেরা ফুটবলারদের একজন। সেই লিয়োনেল মেসি কি না মুর্শিদাবাদের একটি বিড়ি সংস্থার প্রধান মুখ! এমনই ছবি ভাইরাল হল টুইটারে।

বিড়ির প্যাকেটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুখ ব্যবহার হয়েছিল আগেই। এ বার এলেন মেসিও। মুর্শিদাবাদের ধুলিয়ান জেলার এক বিড়ি প্রস্তুতকারী সংস্থা তাদের প্যাকেটে ব্যবহার করছে মেসির নাম এবং ছবি। রোনাল্ডো বিড়িও তৈরি হয়েছিল মুর্শিদাবাদে। সেই ছবি টুইটারে দেখা যেতেই এক রসিক নেটাগরিক বলেন, ‘ভারতে এটাই মেসির প্রথম বিজ্ঞাপন।’ কেউ আবার লেখেন, ‘কোপা জিতেই বিজ্ঞাপন পেয়ে গেলেন মেসি। দারুণ সাফল্য।

ছয় বারের ব্যালন ডি’অর জয়ী মেসি। একাধিক ব্যক্তিগত সাফল্য, বার্সেলোনার হয়ে একাধিক ট্রফি, আন্তর্জাতিক মঞ্চে আর্জেন্টিনার হয়ে কোপা জয়ের পর এমন কাণ্ডে বেশ মজা পেয়েছেন নেটাগরিকরা। কেউ কেউ আবার প্রশ্ন করেছেন, ‘মেসি জানেন তো?’

এক নেটাগরিক লেখেন, ‘ভারতেই এমন কাণ্ড সম্ভব।’ সত্যি এই দেশেই সম্ভব। ফুটবলপ্রেমী দেশে মেসি, নেমার, রোনাল্ডোরাই সর্বশক্তিমান। বিড়ি বিক্রি বাড়াতে তাই তাঁদের সাহায্যই নিয়েছে সেই সংস্থা।

See also  আজকের আপনার দিনটি কেমন যাবে দেখে নিন এখানে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি