আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মেমারীতে রাজনৈতিক পালাবদল: সিপিএমের জয়ী পঞ্চায়েত সদস্য শেখ সেলিমের তৃণমূলে যোগদান।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা,মেমারি:- বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে দলবদলের হাওয়া ক্রমশ জোরালো হচ্ছে। পূর্ব বর্ধমানের মেমারীতেও এর ব্যতিক্রম ঘটল না। মেমারী থানার অন্তর্গত দলইবাজার গ্রাম পঞ্চায়েতের ১৫১ নম্বর বুথের সিপিএমের নির্বাচিত পঞ্চায়েত সদস্য শেখ সেলিম রবিবার তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এই ঘটনা মেমারীর রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মেমারী ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জির উপস্থিতিতে শেখ সেলিম তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। এই যোগদান অনুষ্ঠানে স্থানীয় তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের প্রতি আস্থা রেখেই শেখ সেলিম সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের দলবদলের ঘটনা আরও বাড়বে। এই ঘটনা মেমারীর রাজনৈতিক সমীকরণেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে। শেখ সেলিমের তৃণমূলে যোগদান মেমারীর রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করেছে এবং আসন্ন বিধানসভা নির্বাচনে এর প্রভাব কতটা পড়বে, তা সময়ই বলবে।

See also  2000 টি পরিবারের হাতে তুলে দেয়া হলো খাদ্য সামগ্রী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি