আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জিএসটি হ্রাসে ওষুধের দাম কমছে, সংশোধিত মূল্য প্রকাশের নির্দেশ দিল কেন্দ্র

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ওষুধে জিএসটি কমানোয় এবার সাধারণ মানুষের খরচ অনেকটাই কমবে। চলতি মাসের শেষ দিক থেকেই মিলবে নতুন দামের সুফল। ইতিমধ্যেই ওষুধ ও চিকিৎসা সামগ্রীর উপর জিএসটি হ্রাস করায় ফার্মা কোম্পানিগুলিকে এমআরপি সংশোধনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই সংশোধিত দাম কার্যকর হবে আগামী ২২ সেপ্টেম্বর থেকে।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সংশোধিত এমআরপি-র তালিকা ডিলার, খুচরো বিক্রেতা, রাজ্য ওষুধ নিয়ন্ত্রক এবং কেন্দ্রীয় সরকারকে নির্দিষ্ট ফরম্যাটে জমা দিতে হবে সংস্থাগুলিকে। যদিও বাজারে আগে থেকেই থাকা ওষুধ প্রত্যাহার বা নতুন করে লেবেল দেওয়ার প্রয়োজন নেই। সরবরাহে কোনও সমস্যা তৈরি না হয়, সেই কারণে পুরনো স্টকও বিক্রি করা যাবে। তবে ধীরে ধীরে ঘাটতি এড়াতে সংস্থাগুলি পর্যায়ক্রমে নতুন লেবেল ব্যবহার করতে পারবে।

জিএসটি কাউন্সিলের সাম্প্রতিক বৈঠকে ক্যানসার, রক্তজনিত অসুখ এবং অন্যান্য জটিল রোগে ব্যবহৃত মোট ৩৩টি ওষুধকে জিএসটি মুক্ত করা হয়েছে। এতদিন এই ওষুধগুলিতে ১২ শতাংশ হারে জিএসটি আরোপিত হত। এখন সম্পূর্ণভাবে সেই কর তুলে দেওয়া হয়েছে। এর ফলে রোগীরা আর অতিরিক্ত কর দিতে বাধ্য হবেন না। সরাসরি কমবে চিকিৎসার খরচ, আর্থিকভাবে কিছুটা স্বস্তি পাবেন রোগী ও তাঁদের পরিবার।

See also  বর্ধমান স্টেশনে ফলস সিলিং ভেঙে যখম পরিযায়ী শ্রমিক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি