সুকমল দালাল; :- খন্ডঘোষ ব্লকের মেটেডাঙ্গা গ্রামের ফ্রেন্ডস ক্লাবের মানুষ ঝুলন উৎসবের রজত জয়ন্তী বর্ষ এবার।শুক্রবার অনুষ্ঠানের উদ্বোধন হয়। শনিবার প্রথম দিনের উৎসবে ভিড় ছিল চোখে পড়ার মতো। জানা যায় এই গ্রামের সর্বধর্ম সমন্বয়ের উৎসব ঝুলন। উদ্যোক্তাদের পক্ষে রনি দালাল, বসির কাজী জানান, ‘ঝুলন উৎসবকে কেন্দ্র করে মেলা থেকে শুরু করে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে।
তিনদিনের এই উৎসবে হিন্দু মুসলমান প্রতিটি বাড়িতে অনেক আত্মীয়ের সমাগম ঘটে। এমনকি পার্শ্ববর্তী গ্রামগুলিতে এই ঝুলন অন্য মাত্রা এনে দেয়। রাধা কৃষ্ণের যুগল মূর্তি পূজা থেকে শুরু করে পৌরাণিক ও বাস্তবিক নানান জীবন্ত দৃশ্য ফুটিয়ে তোলা হয়’।
উল্লেখ্য, রথযাত্রার পর থেকেই গ্রামের সকল ধর্মের মানুষ এই উৎসবের প্রস্তুতি শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে আধ্যাত্বিক বা ভক্তির থেকে প্রধান হয়ে উঠেছে সম্প্রীতির বন্ধন। এই উৎসবে গ্রামের হিন্দু মুসলমান সকলেই সেজে অংশ নেয়। রাখি পূর্ণিমার দিনই এই অনুষ্ঠানের শেষ হয়। সেদিন ঝুলন প্রাঙ্গনে হিন্দু- মুসলিম সকলেই একে অপরকে রাখি পরিয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। প্রতিদিন নিত্য নতুন থিম তৈরি করে দর্শকদের সামনে তুলে ধরা হয়। ঝুলন উৎসবে কেবল পৌরাণিক বা ঐতিহাসিক দৃশ্য নয়, জনসচেতনতামূলক কর্মসূচির থিমও করা হয় যা মানুষের মধ্যে অনন্য বার্তা প্রেরণ করে।
বৃষ্টিকে উপেক্ষা করেও সকলে আনন্দ উপভোগ করার জন্য সমবেত হয়। প্রকৃতির প্রাণ প্রাচুর্যের প্রতীক এই ঝুলন। ধর্মীয় আচার অনুষ্ঠান এখানে প্রধান নয়;প্রকৃতি আর প্রেম এই ঝুলন উৎসবকে অন্য মাত্রা এনে দিয়েছে বলে জানা যায়। বাইরের উপকরণের বাহুল্য প্রচুর হলেও মানুষ ঝুলন উৎসবের ঐতিহ্য আজও সমানভাবে বর্তমান।