উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সোনারপুর : আবার বড়সড় সাফল্য পেল সোনারপুর থানার পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ বৃহস্পতিবার রাতে সুভাষগ্রামে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার গভীর রাতে ধরা পড়ে সুদীপ্ত দাস নামে ওই ব্যক্তি। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি আগ্নেয়াস্ত্র এবং একটি কার্তুজ। পুলিশের অনুমান, অস্ত্রটি অপরাধমূলক কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল তার। ঘটনাস্থলেই তাকে আটক করে ও পরে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতের বিরুদ্ধে আর্মস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে।
শুক্রবার তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ঘটনার সূত্র ধরে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী অফিসারের দল।








