রথীন রায় :- লক্ষ্য যখন দিল্লি, ঠিক তার আগেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন ! উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন, সেই মহা নির্বাচনের প্রচারেই এবার পুরোদমে নেমে পড়ছেন রাজনৈতিক দলগুলি ! সমাজবাদী পার্টির হয়ে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে উত্তরপ্রদশের রাজধানীতে সুর চড়াবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ! বাংলার বিজেপিকে পর্যুদস্ত করার পর এবার উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে যোগীরাজ্যে মমতা ! আজ বিকেলে লখনউ যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সেখানে তাঁকে স্বাগত জানাবেন, সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব !
মঙ্গলবার সপার দফতরে মমতা-অখিলেশের বৈঠকের পর সাংবাদিক সম্মেলন হবে ! রাজনৈতিকভাবে মনে করা হচ্ছে, মমতার এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ! আর ঠিক তখনই বিজেপি বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর রাজ্যে প্রচারে ব্যবহার করতে চান অখিলেশ ! একুশের বিধানসভায় বাংলায় তৃণমূলের জয়ের পর থেকে জাতীয় স্তরে আরো এক ধাপ এগিয়ে যেতে চান বাংলার মুখ্যমন্ত্রীর !
উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে তৃণমূল কোনও প্রার্থী না দিলেও চব্বিশে লোকসভায় প্রার্থী দেওয়ার পরিকল্পনার কথা আগেই জানিয়েছেন মমতা ! ইতিপূর্বে উত্তরপ্রদেশে যাওয়ার জন্য অখিলেশের বার্তা নিয়ে সমাজবাদী পার্টির নেতা ও পশ্চিমবঙ্গের মন্ত্রী কিরণময় নন্দ দেখা করেছিলেন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ! সেই বৈঠক থেকে বেরিয়ে কিরণময় জানিয়েছেন, তৃণমূল উত্তরপ্রদেশে একটা আসনেও লড়ছে না !
মমতা অখিলেশ যাদবকে নিঃশর্ত সমর্থন করছেন !
বামফ্রন্ট সরকারের প্রাক্তন মত্স্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা কিরণময় জানান, উত্তরপ্রদেশে তাঁদের প্রচারে বাংলার মুখ্যমন্ত্রীকে প্রয়োজন ! কারণ, তিনি মোদী-বিরোধী মুখ, তাই আজ মুখ্যমন্ত্রী রওনা দিচ্ছেন লখনউয়ের উদ্দেশে !
বিজেপি শিবিরের দাবি – “মমতার সঙ্গ নিয়ে অখিলেশের ভরাডুবি ফের নিশ্চিত হতে চলেছে” !!