আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আনারুলের গ্রেপ্তারি নিয়ে মমতাকে তীব্র আক্রমণ অধীরের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রথীন রায়:- শেখ ভাদু থেকে আনারুল, স্বস্তি নেই রাজনীতিক মহলে ! রামপুরহাট কাণ্ডের পর ইতিমধ্যে বগটুই গ্রামে সফর করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ! তাঁর নির্দেশের পরেই গ্রেপ্তার করা হয়েছে স্থানীয়  সভাপতি আনারুল হোসেনকে ! তা নিয়ে এবার মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী !

 

 

বৃহস্পতিবার বগটুই গ্রামে দাঁড়িয়ে স্থানীয় ব্লক তৃণমূলের সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ! এরপরেই তাঁকে বোলপুরের এক হোটেল থেকে গ্রেপ্তার করে পুলিশ ! অন্যদিকে রামপুরহাট কান্ডে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ! ইতিমধ্যেই রামপুরহাট কান্ড নিয়ে রাজ্যে ৩৫৫ ধারা লাগু করার দাবি নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন তিনি !

 

 

আনারুলের গ্রেপ্তারি নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করে অধীরের প্রশ্ন, ‘আনারুলরা আজ আনারুল হয় কি করে বাংলার মুখ্যমন্ত্রী জানেন না ? বীরভূমের সন্ত্রাসের নায়ককে বাংলার মুখ্যমন্ত্রী জানেন না ? ‘প্রদেশ কংগ্রেস সভাপতির আরও প্রশ্ন, ‘আনারুল কি আর একজন স্কেপ গোট ? আনারুলের পিছনে কারা আছে ?

 

 

‘মুখ্যমন্ত্রীকে অধীরের কটাক্ষ, ‘মমতা ব্যানার্জি না বললে কি পুলিশ আনারুলকে গ্রেপ্তার করতো না ? ‘মানুষকে বোকা বানাতে মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমের সামনে আনারুলকে গ্রেপ্তার করতে নির্দেশ দেন বলে অভিযোগ এনেছেন কংগ্রেস সাংসদ ! বাক-তরজা চলবে, কিন্তু অপরাধীরা শাস্তি পাবে তো ? অপেক্ষায় মৃতের পরিবারবর্গ !!

See also  মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব মাতঙ্গিনী হাজরার নামে ভুল বলবেন না, তমলুকে প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি