ব্লকে ব্লকে বিজেপি নেতাদের বাড়ি থেকে ১০০ মিটার দূরে প্রতীকী ঘেরাও করা হবে। ঘোষণা মমতার ।অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ৫ অগাস্ট, শনিবার বিজেপির ব্লক, বুথ, রাজ্যে সব নেতাদের বাড়ি ঘেরাও করা হবে। সেদিন শান্তিপূর্ণভাবে সব জায়গায় বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করার ডাক দিয়েছিলেন তিনি। কিন্তু সেই কর্মসূচিতে বদল আনলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
বললেন, ‘ ৫ অগাস্ট বুথ ওয়াইজ না করে ব্লক ওয়াইজ করো। ১০০ মিটার দূরে যেমন ক্য়াম্প হয়, যাতে কেউ বলতে পারবে না, আমাদের অবরুদ্ধ করা হয়েছে’ । অর্থাৎ ব্লকে ব্লকে বিজেপি নেতাদের বাড়ি থেকে ১০০ মিটার দূরে প্রতীকী ঘেরাও করা হবে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিজেপির ব্লক, বুথ, রাজ্য,, যেকটা নেতা সবার তালিকা তৈরি করতে। ৫ অগাস্ট শান্তিপূর্ণভাবে এ সকাল ১০- সন্ধে ৬টা পর্যন্ত, ৮ ঘণ্টা ঘেরাও করার ডাক দেন তিনি। সেই সঙ্গে বলেন, বয়স্কদের রাস্তা ছেড়ে দেবেন। বিজেপি নেতারা বাড়িতে ঢুকবেও না বেরোবেও না।
কোথাও কারও গায়ে হাত নয়। প্ররোচনায় পা নয়। ৩৪১ টা ব্লক। ১২৭টা মিউনিসিপালিটির ওয়ার্ড, টাউন গণঘেরাও কর্মসূচির ডাক দেন অভিষেক । এরা যার পা ধরে রাজনীতি করে, দিল্লিতে তার দফতরও ঘেরাও হবে।