সোমবার উত্তরবঙ্গে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, উত্তরবঙ্গ থেকে বুধবার শহরে ফেরার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পরই রওনা দেবেন তিনি।নবান্ন সূত্রের খবর, বিধানসভার বাদল অধিবেশনের দিনক্ষণ স্থির হবে ওই বৈঠকে।
এছাড়াও রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হিসেবে মুখ্যমন্ত্রীকে বসানোর অনুমোদন পর্ব হবে মন্ত্রিসভার বৈঠকে। শুধু তাই নয়, বেসরকারি বিশ্ববিদ্যালগুলির ভিজিটর পদে রাজ্যপালের জায়গায় শিক্ষামন্ত্রীকে বসানোর সিদ্ধান্তের অনুমোদন নিতেই এই বৈঠক বলে সূত্র খবর।এদিন মন্ত্রিসভার বৈঠকের পরই রওনা হবেন মুখ্যমন্ত্রী। প্রথমে গিয়ে পৌঁছবেন হাসিমারা এয়ারবেসে। সেখান থেকে গাড়িতে পৌঁছবেন কোদালবস্তি বাংলোতে। সেখানেই রাত্রিবাস করবেন তিনি।
মঙ্গলবার বেলা ১১টা নাগাদ আলিপুরদুয়ারের প্যাডেড গ্রাউন্ডে তাঁর কর্মীসভা রয়েছে। বুধবার হাসিমারার সুভাষিণী চা বাগানে একটি গণবিবাহের অনুশ্ঠানে যোগদান করবেন বলে জানা গিয়েছে।