কৃষকসেতু,কৃষ্ণ সাহা , ধর্মতলা:- বাংলা ভাষার উপর আক্রমণের অভিযোগ তুলে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি ঘোষণা করলেন, ২৭ জুলাই থেকে শুরু হবে ভাষা আন্দোলন।

আজ একুশের জুলাইয়ের মঞ্চ থেকে তিনি বলেন,
“বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে কেন? বাংলা স্বাধীনতার জন্য লড়াই করেছে, নবজাগরণ হয়েছে বাংলা থেকেই। বাংলার মাটি দুর্বৃত্তদের হবে না। যদি বাংলার মানুষকে বাংলা বলার জন্য গ্রেপ্তার করা হয়, তাহলে সেই লড়াই হবে দিল্লিতে।”
মমতা ব্যানার্জি এদিন স্পষ্ট জানিয়ে দেন, বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য রাজপথে নামবে তৃণমূল।