আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দায়িত্ত্ব নিতে চলেছেন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া/বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লাইডের পর আইসিসি এই দায়িত্ব প্রদান করেছিল কুম্বলে কে। ২০১৬ সালে পুনর্বহাল হন তিনি।
অনিল কুম্বলে ২০১৯ সালের মার্চ মাসে তৃতীয় বারের জন্য পুনরায় নির্বাচিত হন।দীর্ঘ নয় বছর ধরে ক্রিকেট কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি। এবার সেই দায়িত্ব পেতে চলেছেন সৌরভ গাঙ্গুলি। পর্যবেক্ষক থেকে চেয়ারম্যান পদে নিযুক্ত হতে চলেছেন তিনি।
ভারতের সর্বকালের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তার সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তাঁকে। তিনি ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর সভাপতি ছিলেন। এরপর ২০১৯ এ তিনি বিসিসিআই এর সভাপতি নিযুক্ত হন সৌরভ।