আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আগামী ১৯ মে, ২০২৩ শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশ ট্যুইট করে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

অবশেষে জানা গেল মাধ্যমিক ২০২৩-এর ফলপ্রকাশের দিন। বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ট্যুইট করে জানালেন মাধ্যমিকের রেজাল্টের দিনক্ষণ। ব্রাত্য বসু জানিয়েছেন, আগামী ১৯ মে, ২০২৩ শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। সকাল ১০ টায় ফল প্রকাশ হবে। তার পর থেকেই ওয়েবসাইটে গিয়ে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।এবার মাধ্য়মিক পরীক্ষা দিয়েছে, ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৪ লক্ষ। গত ৪ মার্চ ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা।

 

ইংরেজি পরীক্ষা শুরুর পর প্রশ্নপত্রের ৩টি পাতা বাইরে বেরিয়ে যাওয়ার ঘটনায অন্তর্ঘাতের অভিযোগ তোলেন পর্ষদ সভাপতি। তাঁর আশ্বাস, অঙ্ক পরীক্ষায় গ্রাফ পেপারের অভাবে কোনও পরীক্ষার্থীর রেজাল্ট প্রভাবিত হবে না।মে মাসে হবে মাধ্যমিকের ফল প্রকাশ এ কথা বেশ কিছুদিন ধরেই জানা গিয়েছিল। গতকাল জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কবিগুরুর জন্মজয়ন্তীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী। সেখানেই তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান আগামী ১০ দিনের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। অবশেষে বুধবার জানিয়ে দেওয়া হল মাধ্যমিকের রেজাল্টের দিনক্ষণ। এদিনের বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় মাধ্যমিকের ফলাফল প্রকাশের দিন নিয়ে।ইতিমধ্যেই প্রায় ১০০ শতাংশ উত্তরপত্র মূল্যায়ন করে নম্বর জমা পড়েছে পর্ষদের কাছে।

 

এখন শেষ মুহূর্তের কাজ চলছে। মূলত মূল্যায়নের পর নিয়ে যে সমস্ত উত্তরপত্র নিয়ে সংশয় রয়েছে, তারই শেষ পর্যায়ে মূল্যায়নের কাজ চলছে বলে পর্ষদ সূত্রে জানা গিয়েছে। সেক্ষেত্রে তৃতীয় সপ্তাহের মধ্যেই ফলপ্রকাশ করার লক্ষ্য ছিল পর্ষদের। ইতিমধ্যেই অনলাইনে উত্তরপত্র যাচাইয়ের কাজও শেষ হয়েছে। এবার রেজাল্টের পালা।গত বছর পরীক্ষার্থী সংখ্যা ছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন। এ বছর সেই পরীক্ষার্থীর সংখ্যা কমে হয়েছে ৬ লক্ষ ৯৮হাজার ৬২৮ জন। এ বছর মোট ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ২ লক্ষ ৯০ হাজার ১৭২ জন এবং ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ৩ লক্ষ ৫৬ হাজার ২১ জন।

See also  মানুষের অসহায়তার সামনে ঢাল হয়ে দাঁড়াল কলেজ পড়ুয়ারা

 

এ বছর মোট ২৮৬৭ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে পরীক্ষার্থীরা বেরিয়ে যেতে পারলেও প্রশ্নপত্র নিয়ে বেরোতে পারবেন না, এই মর্মে পরীক্ষা কেন্দ্রগুলিকে নির্দেশিকা দিয়েছিল পর্ষদ। পরীক্ষা চলাকালীন কোনও পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলা হলে সেই স্কুলের ছাত্র-ছাত্রীদের রেজাল্ট স্থগিত রাখার কড়া নির্দেশ ছিল পর্ষদের। উপ-নির্বাচনের জন্য ২৭ ফেব্রুয়ারির পরীক্ষা ১ মার্চ নিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি