বাঁকুড়ার ইন্দাস থেকে মিলন পাঁজার রিপোর্ট
ফকির পরিবারের সন্তান মধু শা। পেশায় ফেরিওয়ালা, সকাল হলেই বাড়ি থেকে বের হয়ে যায়।গ্ৰামে গ্ৰামে পাড়ায় পাড়ায় মশারী,চাদর,মাদুর বিক্রি করে ।
ছোটবেলা থেকেই গানের প্রতি ছিল দুর্বার নেশা, গলাতে ছিল সুরেলা সুর কিন্তু ছিল না পরিবারের অর্থ তাই শেখা হয়নি গান কিন্তু নেশা সে তো আর যাবার নয়।
কাজের ফাঁকে অবসর সময়ে বাড়িতে বসেই আপন মানে গেয়ে যায় গান।পুরোনো দিনের গানে অবিকল সুর-লয়-তালে এমন মনো মুগ্ধকর গান তো আর সচরাচর শোনাই যায় না।
বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বেলবাঁন্দী গ্রামের মধু শার অভাব নৃত্য সঙ্গী, ফেরি করে যেটুকু রোজকার হয় তা দিয়ে কোনমতে চলে যায় সংসার। অনটনের মাঝে সমস্ত দুশ্চিন্তা কে দূরে সরিয়ে মাঝেমধ্যেই গেয়ে ওঠে– নফরত কি দুনিয়া তো ছোরকে\