মালদা, পুরাতন মালদহ, ৬ সেপ্টেম্বর:
পুরাতন মালদহের মঙ্গলবাড়ি এলাকায় এক বেসরকারি লজে দীর্ঘদিন ধরে মধু চক্রের আসর চলছিল বলে অভিযোগ। স্থানীয়দের নজরে আসার পর তারা তক্কে তক্কে ছিলেন। অবশেষে শনিবার দুপুরে ওই লজে অভিযান চালিয়ে দুই অপরিচিত যুবতীসহ এক যুবককে অশালীন অবস্থায় ধরে ফেলেন এলাকাবাসী।

ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের হাতে আটক ওই তিনজনকে থানায় নিয়ে যায়। ধৃত যুবকের দাবি, তিনি মধু চক্রের সঙ্গে জড়িত নন এবং লজে রান্নার কাজ করেন। তবে স্থানীয়রা জানান, বহুদিন ধরে ওই লজে খারাপ কাজ চলছিল এবং তারা হাতেনাতে ধরার অপেক্ষায় ছিলেন।
মালদা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের দাবি:
– দীর্ঘদিন ধরে লজে সন্দেহজনক কার্যকলাপ
– এলাকায় নৈতিক অবক্ষয় নিয়ে উদ্বেগ
– প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি
পুলিশের বক্তব্য:
ঘটনার তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় এলাকায় নিরাপত্তা ও সামাজিক সচেতনতা নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে।