আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জামনা সবুজ সংঘের উদ্যোগে শুরু হলো ‘মা সর্বমঙ্গলা কোয়ালিটি স্যান্ড চ্যালেঞ্জ ট্রফি ২০২৫’

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রতি বছরের মতো এ বছরও শুরু হলো বহুল প্রতীক্ষিত ‘মা সর্বমঙ্গলা কোয়ালিটি স্যান্ড চ্যালেঞ্জ ট্রফি ২০২৫’ ফুটবল প্রতিযোগিতা। পূর্ব বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত হিজলনা অঞ্চলের জামনা গ্রামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার আয়োজক জামনা সবুজ সংঘ।

গ্রামের মানুষের সহযোগিতায় এবং বিশেষভাবে মাননীয় জগেন্দ্র বর্মন মহাশয়ের সহায়তায় এই বৃহৎ ক্রীড়া উৎসবের আয়োজন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন কমিটির সদস্য অশোক বাগ।

দু’দিনব্যাপী এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয় ৮ই নভেম্বর (শনিবার)। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়নার বিধায়িকা মাননীয়া শম্পা ধারা, জগেন্দ্র বর্মন মহাশয়ের ম্যানেজার, হিজলনা অঞ্চলের পঞ্চায়েত সদস্যা সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয় ৯ই নভেম্বর (রবিবার)। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় কৃষ্ণপুর উদয় সংঘ ও এম এস সাইলেন্ট পাওয়ার (মদিনা)। নির্ধারিত সময়ে ফলাফল অমীমাংসিত থাকায় ট্রাইব্রেকারের মাধ্যমেও খেলার নিষ্পত্তি না হওয়া। শেষ পর্যন্ত রেফারির সিদ্ধান্তে ট্রচের মাধ্যমে জয়ী হয় কৃষ্ণপুর উদয় সংঘ।

বিজয়ী দলকে পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি বড় ট্রফি, নগদ এক লক্ষ টাকা, দেড় ভরির রুপোর চেন ও ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার। রানার্সআপ দল এম এস সাইলেন্ট পাওয়ার (মদিনা) পায় একটি ট্রফি, নগদ সত্তর হাজার টাকা, এক ভরির রুপোর চেন ও অন্যান্য পুরস্কার।
এছাড়াও গোলপ্রতি বিশেষ পুরস্কার হিসেবে দেওয়া হয় প্রতি গোলের জন্য হাজার টাকা করে নগদ পুরস্কার।

খেলা দেখতে মাঠে বিপুল জনসমাগম ঘটে, বিশেষত মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
জামনা সবুজ সংঘের সচিব গদাধর মণ্ডল জানান, “এই বছর আমাদের ক্লাবের ফুটবল প্রতিযোগিতা ২৮তম বর্ষে পদার্পণ করল, যা আমাদের গর্ব।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়িকা মাননীয়া শম্পা ধারা বলেন,

“এমন গ্রামীণ খেলাধুলার আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। বর্তমান যুগে ছেলে-মেয়েরা মোবাইলে সময় নষ্ট করছে — তাই তাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করা প্রতিটি অভিভাবকের দায়িত্ব।”u

রায়না থেকে অভিজিৎ পাল-এর রিপোর্ট — কৃষক সেতু নিউজ বাংলা।

See also  কলকাতার অতিপরিচিত মোহাম্মদ আলী পার্কের দুর্গা পুজো অনুষ্ঠিত হলো

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি