দিন কয়েক আগেই রোপন করা হয়েছিল আলুবীজ। নিম্নচাপের বৃষ্টি শুরু হতেই আতঙ্কে ঘুম ছুটেছে চাষিদের। আলু চাষ করে বিপাকে পড়েছেন পূর্ব বর্ধমান জেলার রায়না ১ নম্বর ব্লকের নতু অঞ্চলের বনগ্রামের চাষীরা। দুদিন ধরে নিম্নচাপের বৃষ্টিতে আলু জমিতে দাঁড়িয়ে গিয়েছে বৃষ্টির জল।
জমা জল কাটাতে সকাল থেকে কোদাল হাতে জামিতে ঘুরছেন চাষিরা। কিন্তু সবার জমিতেই জল জমেছে। তাই সেই জল কাটিয়ে বের করবেন কোথায়? এখন মূলত পাকা ধান ঘরে তোলা হয়। সঙ্গে চাষ হয়ে থাকে আলু। এমন বহু কৃষক রয়েছেন যাঁরা ধান ঘরে তোলার পর ধান বিক্রি করার টাকা দিয়ে আলু চাষ করেছিলেন। কিন্তু অগ্রহায়ণ মাসে আবহাওয়ার এই খামখেয়ালিপনায় কৃষিকাজে ডেকে আনছে সর্বনাশ।
বুধবার রাত থেকে টানা বৃষ্টির জন্য পূর্ব বর্ধমানের রায়না ১ নম্বর ব্লকের নতু অঞ্চলের বনগ্রামের আলুর ক্ষেত এখন জলের তলায়। ভালো ফলনের আশায় পাঞ্জাবের আলুবীজ এনে বেশি দাম দিয়ে কেনা উন্নত মানের সার জমিতে ছড়িয়ে মাটি তৈরি করার পর আলু বীজ রোপন করেছিলেন কৃষকরা। কিন্তু অকাল বৃষ্টিতে সবই জলের তলায়। বিপুল ক্ষতি হয়েছে শাকসবজি চাষে।
কৃষকরা জানাচ্ছেন, সরকার সহ বড় বড় ব্যবসাদার আলু বীজ বিক্রেতারা যদি নতুন করে আলু বীজ দিয়ে চাষীদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তবেই ঘাটতি কিছুটা মিটবে।
krishna Saha
আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি