গতকাল ছিল বাবা লোকনাথ পুজো, রাজ্যজুড়ে পূজিত হচ্ছিলেন বাবা লোকনাথ ,ঠিক তেমনি চিত্র দেখা গেল বীরভূমের রামপুরহাট ২ নম্বর ব্লকের গ্রাম থানার অন্তর্গত বসোয়া গ্রামে। পুজোর উদ্যোক্তারা জানান দীর্ঘ ১০ বছর ধরে এই পুজো হয়ে আসছে, এই পুজো এবছর সেরকম জাঁকজমক নেই, জৌলুসহীন পূজো, ভক্তেরও ভিড় নেই।
দেশজুড়ে করোনার জন্য লকডাউন জারি করা হয়েছে যার ফলে, দোকানপাট-বাজারহাট সবকিছুই বন্ধ, অন্যদিকে যানবাহন ব্যবস্থা একদমই বন্দ তাই সে রকম পরিবারের আত্মীয় স্বজন আসতেপারেনি, কেউ আনন্দ করতে পারেনি।
এই পুজোকে কেন্দ্র করে প্রতি বছর নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, বাউল গান, নিত্য অনুষ্ঠান, সঙ্গীত অনুষ্ঠান ,কিন্তু এবছর করোনা ভাইরাসের জন্য তা একদমই বন্ধ। সেই কারণেই ভক্তের ভিড় নেই এবং সবকিছুই থমকে গেছে বলে জানান পুজো কমিটি উদ্যোক্তা।