কৃষ্ণ সাহা ( আরামবাগ ) :-
রাস্তা মেরামতের দাবিতে আমরণ অনশন এলাকাবাসীর। ঘটনা আরামবাগ পৌরসভার চাঁদুর 16 নম্বর ওয়ার্ডের খান পাড়া এলাকার। কাউন্সিলর সহ পৌর কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। দুর্বিষহ যন্ত্রণা। অগত্যা আমরণ অনশনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন এলাকাবাসীরা। স্কুল পড়ুয়ারা রাস্তা দিয়ে পায়ে হেঁটে স্কুলে যেতে পারে না, বাড়ির লোকেদের দিয়ে আসতে হয়।
গত তিন বছর ধরে খান পাড়া এলাকার শীতলা তলা থেকে সামেদ খাঁ এর বাড়ি পর্যন্ত রাস্তা একেবারে খারাপ। বারবার আবেদন জানিয়েও কোনো সুরাহা মিলেনি, মিলেছে শুধুই মিথ্যা প্রতিশ্রুতি। তবে এবার এলাকাবাসীর নাছোড়বান্দা। রাস্তা না তৈরি হলে আমরণ অনশন করবেন বলে ঠিক করে নিয়েছেন তারা।
তার সঙ্গে বাড়ির বাচ্চারাও। সকলে মিলে জোর গলায় দাবি তুলেছেন রাস্তায় ইতিমধ্যে না হলে অনশন ও তারা তুলবেন না।