প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান
ভরা চাষের মরশুম চলছে। তাই ধান গাছ জমিতে রোয়ার জন্য পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তের কৃষক ও খেতমজুররা বৃহস্পতিবার সকাল থেকেই জমিতে নেমে পড়েছিলেন। ওই সময়ে বৃষ্টিপাতের মধ্যেই হঠাৎকরে শুরু হয়ে যায় বজ্ পাত। সেই বজ্রপাতে এদিন পূর্ব বর্ধমান জেলার পাঁচজন কৃষক ও খেতমজুরের মৃত্যু হয়। জখম হয়েছে আরো চারজন।এই ঘটনা কৃষিজীবী মহলে আতঙ্কের সঞ্চার করেছে।বজ্রপাতে মৃত্যুর পাশাপাশি ধসে পড়া বাড়ির দেওয়ালের নিচে চাপাপড়ে জেলায় এক মহিলার মৃত্যু হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে , বজ্রপাতে মৃতরা হলেন মাধবডিহির সনাতন পাত্র(৬০),আউশগ্রামের বেলারী গ্রামের রবীন টুডু (২৫),রায়না ১ নম্বর ব্লকের তেয়ান্ডুল গ্রামের অভিজিৎ সাঁতরা(২৫), মঙ্গলকোটের চানক কৃষ্ণপুর গ্রামের বুড়ো মাড্ডি(৬৪),খণ্ডঘোষের শেরপুর গ্রামের পরিমল দাস (৩২) এবং গলসী ১ নম্বর ব্লকের ফতেপুর গ্রামের মদন বাগদি (৬৮)। মৃতদের কেউ চাষি কেউ খেত মজুর ।মতদেহ গুলি উদ্ধার করে এদিনই ময়নাতদন্তের পাঠানো হয় । জখমরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার সদস্য ও স্থানীয়দের কথায় জানা গিয়েছে,
এদিন সকালে মাধবডিহির আলমপুরের মাঠে চাষের কাজ করার সময় বজ্রাঘাতে জখম হয়ে
জমিতে লুটিয়ে পড়েন সনাতন পাত্র । তাকে উদ্ধার করে আলমপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
একই সময়ে আউশগ্রামের রবীন টুডু
গুসকরা ২ নম্বর পঞ্চায়েতের দেয়াশা গ্রামের মামার জমিতে ধান গাছ রোয়ার সময় বজ্রপাতে মারা যান।অভিজিৎ সাঁতরা, বুড়ো মাড্ডি,পরিমল দাস এবং মদন বাগদি এদিন চাষের জমিতে ধানগাছ রোয়ার কাজ করার সময়ে বজ্রপাতে পারা যান। জখম চারজন ভাতারের ভূমশোর গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।
এদিন রাত সাড়ে ৮ টা নাগাদ বর্ধমান ২ নম্বর
ব্লকের বড়শুল ২ পঞ্চায়েতের অন্তর্গত বামুনপুকুর পাড় এলাকায় এক গৃহস্থের বাড়ির দেওয়াল ধসে পড়ে। ভেঙেপড়া দেওয়ালের নিচে চাপা পড়ে মৃত্যু হয় পরিবার সদস্য অনিমা বিশ্বাসের(৬০)। খবর পেয়ে শক্তিগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌছেচে।
ভেঙে পড়া দেওয়ালের অংশ সরিয়ে দেহ উদ্ধারের চেষ্টা চলছে। পরিবার সদস্যরা জানিয়েছেন,অনিমা
বিশ্বাস যখন ঘরে ঢুকছিলেন তখন আচমকা বাড়ির সান শেটের অংশ ভেঙ্গে পড়ে । তার নিচে চাপা পড়ে যাওয়ায় অনিমা বিশ্বাসের মৃত্যু হয়