আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আলুর দাম বাড়ানোর দাবি বামেদের রাজ্য সড়ক অবরোধ

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আলুর যথার্থ দাম পাচ্ছেন না চাষি। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে চাষের খরচ‌ও উঠবে না। ফলে মাথায় হাত আলু চাষিদের। এই পরিস্থিতিতে আলু চাষিদের পাশে এসে দাঁড়াল বামেরা। ফোড়েদের বাদ দিয়ে অবিলম্বে চাষিদের হাতে আলুর বেশি দাম পৌঁছে দিতে হবে বলে দাবি জানিয়েছে তারা। এর সঙ্গে আরও ছয় দফা দাবি তুলে শনিবার সকালে বড়ঞায় রাজ্য সড়ক অবরোধ করল তারা। বামেদের কৃষক সংগঠনের এই বিক্ষোভে যোগ দিয়ে চাষিরা রাস্তায় আলু ছড়িয়ে দেয়।

 

 

কৃষক সভার পক্ষ থেকে শনিবার সকালে হলদিয়া-ফারাক্কা রাজ্য সড়ক অবরোধ করা হয়। আলু রাস্তায় ফেলে বাহাদুরপুর মোড়ে বিক্ষোভ দেখান চাষিরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সচিদানন্দ কান্ডারি, আবু বাক্কার শেখ, আজগর শেখ সহ একাধিক বাম নেতা।

 

এই বিক্ষোভ কর্মসূচি থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেওয়া হয়।চাষিদের পাশে দাঁড়িয়ে বামেদের এই বিক্ষোভ ব্যাপক যানজট দেখা দেয়। বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনা হল, চলতি বছর আলুর ফলন খুব ভালো হয়েছে। কিন্তু হঠাৎই বাজারে দাম পড়ে গিয়েছে আলুর। আর তাতেই যত বিপত্তি ঘটেছে।

See also  নির্বাচনী খরচের হিসেব নিয়ে বিজেপির নেতা কর্মীদের মধ্যে ধুমধুমার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি