দামোদরের বাঁধের রাস্তা দিয়ে বেপরোয়া ভাবে চলা ট্র্যাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির । মৃতর নাম হিরু মালক (৩৩)। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার জাড়গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মোহনপুর এলাকায় ।
এই ঘটনার পরেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । খবর পেয়ে জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায় ক্ষোভ বিক্ষোভ সামাল দিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ।জামালপুর থানার পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , পেশায় দিন মজুর হিরু মালিকের বাড়ি দক্ষিণ মোহনপুর গ্রামে ।মৃতর ভাই পিরু মালিক জানিয়েছেন,‘কাজ সেরে এদিন দুপুরে তাঁর দাদা দামোদরের বাঁধের রাস্তা ধরে বাড়ি ফিরছিল। প্রস্রাব পেয়ে যাওয়ায় হিরু বাঁধের রাস্তার একধারে প্রস্রাব করতে বসে ।
ওই সময়েই বাঁধের রাস্তা দিয়ে বেপরোয়া ভাবে চলা অমরপুর গামী একটি ধান বোঝাই ট্র্যাক্টর তাঁর দাদাকে পিষে দিয়ে পালায়।’ ঘটনাস্থলেই হিরু মালিকের মৃত্যু হয়। ঘটনার পরেই ঘাতক ট্র্যাক্টরটিকে ধরতে গ্রামবাসীরা পিছু ধাওয়া করে পরে ধনিয়াখালি থানা এলাকায় ট্র্যাক্টরটি ধরা পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছে । পুলিশ জানিয়েছে ,দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে । আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।