আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কৃষ্ণনগর: বড়সড় সাফল্য পেল নদীয়া জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ ২৫ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে।

krishna Saha

Updated :

WhatsApp Channel Join Now

কৃষ্ণনগর কোতোয়ালি থানার বড় সাফল্য: ২৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

নদীয়া, দেবাশীষ সিংহ: আবারও বড়সড় সাফল্য পেল নদীয়া জেলা পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ মঙ্গলবার কৃষ্ণনগর ১২ নম্বর জাতীয় সড়কের উপর তারামা হোটেলের সামনে থেকে ২৫ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। কৃষ্ণনগর পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম সুদীপ ঘোষ। তার বাড়ি কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত গোহাট এলাকায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক কোচবিহার থেকে গাঁজা নিয়ে ফিরছিল। তারামা হোটেলের সামনে বাস থেকে নামতেই তাকে হাতেনাতে পাকড়াও করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।
এই বিষয়ে কৃষ্ণনগর ডিএসপি শিল্পী পাল সংবাদমাধ্যমকে জানান,

তাদের কাছে আগে থেকেই খবর ছিল যে, এক যুবক কোচবিহার থেকে বাসে করে গাঁজা নিয়ে আসছে। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে বাস থেকে নামার পরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, ধৃত যুবককে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ প্রশাসন এখন এই গাঁজা পাচার চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে, এবং এই বিপুল পরিমাণ গাঁজা কোচবিহার থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বা এর পেছনে কোনো বড় পাচারের উদ্দেশ্য ছিল কিনা, সে বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে।

See also  রাতের অন্ধকারে বালি মাফিয়াদের দৌরাত্ম

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি