আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কৃষকসেতু নিউজ একনজরে

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

13 অগস্ট 2021 :-


১। রাজ্যে বিধি নিষেধ ৩১ অগস্ট পর্যন্ত:
রাজ্যে লোকাল ট্রেন চলবে না অন্তত ৩১ অগস্ট পর্যন্ত, নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাত্রিকালীন বিধিনিষেধে কিছুটা ছাড় । রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাত্রিকালীন বিধিনিষেধ। ৫০ শতাংশ নিয়ে খোলা যাবে অডিটোরিয়াম ও সুইমিং পুল

২। ত্রিপুরা জয়ের ঘোষণা মমতার:
ত্রিপুরা আমরা লড়ে নেব। আহত তৃণমূল কর্মী সুদীপ, জয়াকে দেখে এসএসকেএম থেকে ঘোষণা মমতার। গেলেন অভিষেকও।

৩। বিরোধীদের মিছিল দিল্লিতে:
মার্শাল দিয়ে জোর করে বিল পাশের অভিযোগ, প্রতিবাদে বিরোধীদের মিছিল দিল্লিতে। গণতন্ত্রের হত্যা, তোপ রাহুলের। মহিলাদের উপর আক্রমণ কেন? প্রশ্ন শিবসেনার। উপরাষ্ট্রপতির কাছে দাবিপত্র জমা। বিরোধীদের জবাব দিতে ময়দানে নামানো হলো ৮ কেন্দ্রীয় মন্ত্রীকে

৪। বিরোধীদের মিছিলে যোগ দিল না তৃণমূল:
দিল্লিতে বিরোধীদের মিছিলে যোগ দিল না তৃণমূল। ছিল স্রেফ কংগ্রেসের সঙ্গীরাই। বাংলায় বিজেপিকে একাই হারিয়েছে তৃণমূল, বক্তব্য সৌগত রায়ের। ২০ অগস্ট ভার্চুয়াল বৈঠকের ডাক সনিয়ার, আমন্ত্রণ মমতাকে

৫। দুর্বার গতিতে এগোচ্ছে তালিবান:
দুর্বার গতিতে এগোচ্ছে তালিবান, পতন কাবুল থেকে মাত্র ১৫০ কিলোমিটার দূরে গজনি শহরের। পালাচ্ছে আফগান সেনা। তালিবানকে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব আশরফ গনি সরকারের ।


৬। উপনির্বাচন নিয়ে মতামত চাইল কমিশন:
করোনা আবহে ৫ রাজ্যের উপনির্বাচন নিয়ে কী মত রাজনৈতিক দলগুলির, জানতে চাইল নির্বাচন কমিশন। ৩০ অগস্টের মধ্যে জানাতে হবে মত

৭। বাংলায় বাড়ল দৈনিক কোভিড সংক্রমণ:
পর পর তিন দিন বাংলায় বাড়ল দৈনিক কোভিড সংক্রমণ, শীর্ষে উত্তর ২৪ পরগনা

৮। টেস্টের প্রথম দিনে ভালো জায়গায় টিম ইন্ডিয়া:
লর্ডস টেস্টের প্রথম দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো জায়গায় টিম ইন্ডিয়া

আজকের দিন :-
আজকের দিনটি নিয়ে দুটো তথ্য শেয়ার করি। প্রথমটি মৃত্যু সংক্রান্ত।১৯১০ সালে আজকের দিনে ফ্লোরেন্স নাইটিঙ্গেল প্রয়াত হন৷ তিনি আধুনিক নার্সিং শিক্ষার প্রবর্তক৷ তাঁকে ‘দ্য লেডি উইথ দ্য ল্যাম্প’ নামেও অভিহিত করা হয়৷

দ্বিতীয় ইনফোটি জন্মগ্রহণ সংক্রান্ত।১৯২৬ সালে আজকের দিনে কিউবার রাজনৈতিক নেতা এবং বিপ্লবী ফিদেল কাস্ত্রো জন্মগ্রহণ করেন৷ তিনি এক সময়ে কিউবার প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেন। তিনি কিছুকাল জোটনিরপেক্ষ আন্দোলনের মহাসচিবও ছিলেন।

See also  কেতুগ্রামের করোনা আক্রান্ত তরুণীর বসতি এলাকা কনটেইনমেন্ট জোন ঘোষনা করা হল

শেয়ার মার্কেটের খবর :-
এ বার আসি শেয়ার মার্কেটের খবরে। গতকাল সেনসেক্স ৩১৮.০৫ পয়েন্ট বেড়ে ৫৪৮৪৩.৯৮ পয়েন্টে বন্ধ হয়েছে। nifty 50 বন্ধ হয়েছে ১৬৩৬৪.৪০ পয়েন্টে।

আবহাওয়ার খবর :-
জেনে নেওয়া যাক ওয়েদার কেমন থাকবে।বৃহস্পতিবার কলকাতার সর্বাধিক তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ শুক্রবারসর্বাধিক তাপমাত্রা ৩৪ ডিগ্রির আশপাশে থাকতে পারে।আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি