আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কৃষক সেতু ‘নিউজ’ একনজরে

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

১। দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী:
আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। বৈঠক বিরোধী দলের শীর্ষ নেতাদের সঙ্গেও। দিল্লি যাওয়ার আগে মন্ত্রিসভার বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। পেগ্যাসাস নিয়ে সংসদের ভিতরে বাইরে আন্দোলন চলবে ঘোষণা তৃণমূলের। নিম্নমানের রাজনীতি বলছেন দিলীপ ঘোষ।

২। পূর্ব সিকিমে ভূমিকম্প:
ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব সিকিম। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪। গ্যাংটকের পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে ছিলে এই কম্পনের উৎসস্থল। মৃদু কম্পন অনুভূত হয়েছে শিলিগুড়িতেও।

৩। প্রথম রাউন্ডে জয় পিভি সিন্ধুর:
টোকিও অলিম্পিক্সে মহিলা সিঙ্গলসের প্রথম রাউন্ডে জয় পিভি সিন্ধুর। মুখ থুবড়ে পড়লেন সানিয়া মির্জা। সমালোচনার ঝড়। ব্যর্থ বাংলার প্রণতিও।

৪। কিন্নরে ভাঙল সেতু, মৃত ৯ পর্যটক:
হিমাচল প্রদেশের কিন্নরে ভূমিধসে ভাঙল সেতু। মৃত অন্তত ৯ পর্যটক।

৫। বিশ্ব ক্যাডেট প্রতিযোগিতায় সোনা ভারতের:
বিশ্ব ক্যাডেট প্রতিযোগিতায় সোনা ভারতের। হরিয়ানার প্রিয়া মালিকের কাছে নাস্তানাবুদ প্রতিদ্বন্দ্বী। শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

৬। বাংলায় উর্ধ্বমুখী করোনা সংক্রমণ:
ফের বাংলায় উর্ধ্বমুখী করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ বেড়ে ৮০০-র বেশি। মৃত ৯। চিন্তা বাড়ছে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা। লন্ডনে করোনার নতুন রূপের হদিশ? প্রশ্ন গবেষকদের।

৭। বিক্ষোভে বাড়ল নম্বর:
বিক্ষোভের ২৪ ঘণ্টার মধ্যে নম্বর বাড়ল আরামবাগ গার্লস স্কুলে। ১৩৭ জনের নম্বর বাড়িয়ে সংশোধিত মার্কশিট পাঠাল সংসদ। শুরু হয়েছে অভিযোগ গ্রহণ প্রক্রিয়া।

৮। সরকারি নথিতে কারচুপি:
সরকারি নথিতে কারচুপি করে টিকার বেআইনি ব্যবহার? সোনারপুরে বেআইনি ভ্যাকসিন ক্যাম্পের তদন্তে দাবি পুলিশের। কীভাবে কারচুপি জানতে চাওয়া হল স্বাস্থ্য ভবনের থেকে।

৯। কাশ্মীরে খতম ৪ জেহাদি:
কাশ্মীরে গত ২৪ ঘণ্টায় জোড়া এনকাউন্টারে খতম ৪ জেহাদি

১০। কোভিডবিধি ভেঙে তীর্থযাত্রা:
কোভিডবিধি ভেঙে রবিবার হরিদ্বারে পৌঁছে গেলেন বহু কাঁওয়াড় যাত্রী

আজকের দিন :-
আজকের দিনটি নিয়ে দুটো তথ্য শেয়ার করি। প্রথমটি একটি যুগান্তকারী আইন প্রণয়ন সংক্রান্ত। ১৮৫৬ সালে আজকের দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় তৎকালীন বড়লাট লর্ড ক্যানিং আইন প্রণয়ন করে বিধবা বিবাহকে আইনি স্বীকৃতি দেন। সহায়তা করেছিলেন লর্ড ডালহৌসিও।

দ্বিতীয় ইনফোটি মহাকাশ গবেষণা সংক্রান্ত। ১৯৯৩ সালে আজকের দিনে প্রথম মঙ্গল গ্রহের ছবি তোলা হয় নাসার ‘মার্স অবজার্ভার’ থেকে৷ প্রায় ৫০০ কোটি কিলোমিটার দূরত্ব থেকে ছবিটি তোলা হয়েছিল৷

See also  খণ্ডঘোষ বিধানসভার খুন্দপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাধারণ মানুষের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন

আবহাওয়ার খবর :-
জেনে নেওয়া যাক ওয়েদার কেমন থাকবে।রবিবার কলকাতার সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আজসোমবার সর্বাধিক তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশপাশে থাকতে পারে।আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আজকের উদ্ধৃতি :-
ঈশ্বর জন্মগ্রহণ সূত্রে কাউকে ধনী গরিব করে পাঠায় না। সমাজ ব্যবস্থাই মানুষকে ধনী গরিব করে। এই অসম সমাজ ব্যবস্থার বিরুদ্ধেই সাম্যবাদের দৃঢ় অগ্রযাত্রা। কথাটি বলেছেন সাহিত্যিক বুদ্ধদেব বসু

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি