আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

লন্ডনে অনুষ্কার সঙ্গে অবসর মেজাজে কোহলি, নেটিজেনদের খোঁচা ‘ক্রিকেটের সঙ্গে সব সম্পর্ক শেষ!’

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

টেস্ট থেকে অবসরের পর বিরাট কোহলি এখন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। এক বছর আগেই টি-টোয়েন্টিকেও বিদায় জানিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের কোনও ওয়ানডে সিরিজও নেই। সব মিলিয়ে এখন কার্যত ছুটির মেজাজে রয়েছেন প্রাক্তন অধিনায়ক। আর সেই ফাঁকেই সময় কাটাচ্ছেন তাঁর প্রিয় শহর লন্ডনে। স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে লন্ডনের রাস্তায় ঘোরাঘুরির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

সুযোগ পেলেই বিরাট ও অনুষ্কা লন্ডনে যান। ক্রিকেট না থাকলে দুই সন্তানকে নিয়েই ইংল্যান্ডে দীর্ঘ সময় কাটাতে দেখা যায় তাঁদের। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, একেবারে সাধারণ পোশাকে লন্ডনের ব্যস্ত রাস্তায় হাঁটছেন বিরাট-অনুষ্কা। স্থানীয়দের সঙ্গেও হেসেখেলে কথা বলছেন।

এই দৃশ্য দেখে নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ লিখেছেন, ‘জনপ্রিয়তার বদলে কোহলি শান্তি বেছে নিয়েছেন’। আবার অন্য এক মন্তব্যে বলা হয়েছে, ‘ভারতে কোহলি এই জীবনটা কাটাতে পারত না। খুশি যে, ইংল্যান্ডে ও সাধারণ মানুষের মতো জীবন কাটাচ্ছে।’ তবে অনেকে কটাক্ষ করেছেন—‘ক্রিকেটের সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিয়েছে মনে হচ্ছে।’

সম্প্রতি বিরাটের আরেকটি ছবি ভাইরাল হয়েছিল। সেখানে দেখা যায়, লন্ডনের রাস্তায় পাকা দাড়ি-গোঁফ ও সাধারণ পোশাকে হাঁটছেন তিনি। চুলেও বয়সের ছাপ স্পষ্ট। অনেকে তাঁকে দেখে হঠাৎ ‘বুড়ো’ হয়ে যাওয়ার আক্ষেপ প্রকাশ করেছিলেন। যদিও পরে আরেকটি ছবিতে দেখা যায়, লন্ডনের এক ইনডোর ক্রিকেট একাডেমিতে ব্যাট হাতে অনুশীলন করছেন কোহলি।

See also  ভিআইপি রোডের বাগুইআটি ও কৈখালীতে পৃথক দুটি দুর্ঘটনা, আহত গাড়ির চালক। গাড়ি দুটিকে আটক করেছে পুলিশ।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি